ফিনিশারের ভূমিকা পালনের নির্দেশই রয়েছে সঞ্জু স্যামসনের ওপর

Sanju Samson
Sanju Samson. (Image Source: Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কথাবার্তা চললেও, শেষপর্যন্ত তা হয়নি। ভারতের টি টোয়েন্টি দলে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। কিন্তু ভারতের একদিনের দলে এই মুহূর্তে নিয়মিত সদস্য তিনি।  এই মুহূর্তে ভারতীয় দল মিডল অর্ডারের সমস্যা সমাধানের সঙ্গে একজন যোগ্য ফিনিশারের খোঁজে রয়েছেন। সেই লক্ষ্যেই কী সঞ্জু স্যামসনকে তৈরি করছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট। শেষ একদিনের ম্যাচে নামার আগে সঞ্জু স্যামসনের ইঙ্গিত কিন্তু অনেকটা তেমনই। টিম মন্যানেজমেন্টের তরফে তাঁরপ্রতি কী নির্দেশ রয়েছে সেটাই জানালেন  সঞ্জু স্যামসন।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। মঙ্গলবার সেখানেই শেষ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই টিম ম্যানেজমেন্টের তরফে তাঁর প্রতি কী নির্দেশ রয়েছে সেই কথাই জানিয়ে দিলেন এবার সঞ্জু স্যামসন। শেষ একবছর ধরে তাঁকে নাকি ফিনিশারের ভূমিকায়খেলারই নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।

আলোচনা হলেও এবারের টি২০ বিশ্বকাপে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের

এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের নাম নিয়ে জোর জল্পনা চলছিল। যদিও শেষপর্যন্ত সেখানে সুযোগ হয়নি এই সঞ্জু স্যামসনের। দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকেই বেছে নিয়েছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককেই কিন্তু ফিনিসার হিসাবে ব্যবহার করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য যে তাদের পরিকল্পনা খানিাকটা অন্যরকম তা বলার অপেক্ষা রাখে না।

যা ইঙ্গিত সঞ্জু স্যামসন দিয়েছেন সেক্ষেত্রে তাঁকে যে একদিনের ফর্ম্যাটে ফিনিশার হিসাবে তৈরি রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্টতা বেশ স্পষ্ট। এই প্রসঙ্গে সঞ্জু স্যামসন জানিয়েছেন, আমি বিভিন্ন রকম পজিশনেই খেলার প্রস্তুতি সারছি। শেষদুই বছরে বিভিন্ন দলের হয়ে খেলেছি, সেখানেই বিভিন্ন পজিশনে খেলার প্রস্তুতিও সেরেছি। শেষ এক বছরে আমার কাছে নির্দেশ এসেছিল ফিনিশারের ভূমিকায় খেলার জন্য। যারা অতীতে এই কাজ করেছিলেন তাদের থেকে শিখেছি এবং সেটাই কাজে লাগাতে চাইছি।

এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সঢ্জু স্যামসন। প্রথম ম্যাচ সেভাবে তিনি যদি সঙ্গত পেতেন তাহলে ভারতী হয়ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারত না। একইরকমভাবে দ্বিতীয় ম্যাচেও শ্রেয়স আইয়ারকে যোগ্য সহ্গত দিয়েছিলেন তিনি। তাঁর ব্যাট থেকেও দেখা গিয়েছিল বড় রানের ঝলক। আর তাতেই সাফল্য এসেছে ভারতীয় দলে।

টি টোয়েন্টি বিশ্বকাপের দলে হয়ত সঞ্জু স্যামসনের সুযোগ হয়নি ঠিকই। কিন্তু তিনি যে আগামী একদিনের বিশ্বকাপের দলের পরিকল্পনায় রয়েছেন তা বেশ স্পষ্ট।