ভারতীয় অধিনায়ক হিসেবে টি-২০তে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডে কোহলিকে পিছনে ফেললেন রোহিত

তৃতীয় টি-২০তে পিঠের চোটের কারণে ১১ রান করে মাঠ ছাড়েন রোহিত

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. (Photo Source: Twitter/BCCI)

বিরাট কোহলি ও রোহিত শর্মা আধুনিক দিনের ক্রিকেটের সেরা দুই ব্যাটার হিসেবে পরিচিত এবং তাঁদের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে অনেক ব্যক্তিগত রেকর্ড ভেঙে ফেলেছেন দুজনেই। ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড এই দুজন এবং আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জুটি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২রা অগাস্ট) রোহিত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে কোহলির ব্যক্তিগত রেকর্ডগুলির একটি ভাঙতে সক্ষম হয়েছেন। সেন্ট কিটসে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টির সময় তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কোহলির সর্বাধিক ছক্কা মারার রেকর্ড ভেঙে দেন রোহিত।

মাত্র ৫ বল ক্রিজে থেকেই রেকর্ড রোহিত শর্মার

রোহিত শর্মা তৃতীয় ম্যাচে পাঁচ বলে ১১ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন। তবে স্বল্প সময়ের সেই ইনিংসে তিনি একটি ছয় ও একটি চার মারেন। ছক্কাটি এসেছিল তাঁর শিলমোহর মারা পুল শটে। যদিও শটটি অল্পের জন্য ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে জমা পড়ছিল। কিন্তু ফিল্ডার ডমিনিক ড্রেকস সেটি ধরে রাখতে ব্যর্থ হন এবং বল বাউন্ডারি পার করে ছয় হয়ে যায়।

সেই শটেই ‘হিটম্যান’ তাঁর পূর্বসূরি বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়ে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক ছক্কার রেকর্ড করেছেন। রোহিত এখন ৬০টি ছক্কা নিয়ে তালিকার শীর্ষে এবং বিরাটের নামের পাশে ৫৯টি ছয়। কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি দলকে নেতৃত্ব দেওয়ার সময় ৩৪টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থান দখল করেছেন।

পিঠে চোট পাওয়ার আগে রোহিতকে তৃতীয় টি-টোয়েন্টিতে একটি বড় স্কোরের জন্য প্রস্তুত দেখাচ্ছিল। অন-সাইডে আক্রমণাত্মক শট খেলার চেষ্টা করার সময়, আগ্রাসী ওপেনার তাঁর পিঠের নীচের অংশে আঘাত পান যা শেষ পর্যন্ত তাঁকে চিকিৎসার জন্য মাঠ ছাড়তে বাধ্য করে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি আপডেট দিয়ে জানিয়েছে যে মুম্বাইয়ের ক্রিকেটারকে মেডিক্যাল টিম দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত, আঘাত কতটা গুরুতর তা অজানা।

পুরুষদের টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা

৬০ – রোহিত শর্মা

৫৯ – বিরাট কোহলি

৩৪ – এমএস ধোনি