‘হাটা উসকো’ – রোহিতের রোষের মুখে অতি-উচ্ছ্বসিত সমর্থক

সমর্থকের আচরণে ধৈর্য হারান ভারতীয় অধিনায়ক

Fan in Ahmedabad
Fan in Ahmedabad. (Photo Source: Hotstar)

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির ২য় দিনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মাথা গরম হয়ে গিয়েছিল এবং গ্যালারিতে উপস্থিত একজন সমর্থকের দিকে চিৎকার করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ব্যক্তি সাইটস্ক্রিনের সামনে চলে আসায় রোহিতের ফোকাস বিঘ্নিত হচ্ছিল। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল ভারতের ইনিংসের ষষ্ঠ ওভারে যখন অফ-স্পিনার ন্যাথান লায়ন বোলিং করছিলেন।

সাইটস্ক্রিনের পিছন দিকে তাকিয়ে রোহিত সেই ব্যক্তির উদ্দেশে চিৎকার করে বলেন ‘হাটা উসকো’ (ওকে সরাও)। তিনি একটি সিঙ্গেল নেওয়ার সময় এটি বলেছিলেন এবং সেই ব্যক্তিকে সরে যাওয়ার সংকেত দেওয়ার আগে দৃশ্যটি আম্পায়ারকেও দেখিয়েছিলেন। চলমান টেস্ট ম্যাচ চলাকালীন এটাই একমাত্র অনভিপ্রেত ঘটনা নয়।

আরও একটি মজার ঘটনা ঘটেছিল দিনের শেষ ওভারে। সাইটস্ক্রিনের কাছে বসা একজন তরুণ সমর্থক বল খুঁজে পেয়ে উচ্ছ্বসিত হওয়ায় ক্যামেরাম্যানদের নজরে এসেছিলেন। শুবমান গিল ভারতীয় ইনিংসের দশম ওভারে ন্যাথান লায়নের বিরুদ্ধে ছক্কা মেরেছিলেন। সোজা মারা ছয়ের পরে বলটি খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তখনই সেই ব্যক্তি বল খুঁজতে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং খেলার মাঠে বলটি ফিরিয়ে দেওয়ার সময় খুশিতে ফেটে পড়েছিলেন।

ব্যাটিং-সহায়ক পিচে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা

উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিনের মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপের সৌজন্যে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের পরে অস্ট্রেলিয়া আরামদায়ক অবস্থানে রয়েছে। ৩৬ বছর বয়সী খাওয়াজা ১০ই মার্চ, শুক্রবার, ভারতে একটি টেস্ট ইনিংসে ১৫০+ রানের ইনিংস খেলা চতুর্থ অস্ট্রেলিয়ান ওপেনার হয়ে ওঠেন এবং তাঁর ১৮০ রানের ম্যারাথন ইনিংসের দাপটে অস্ট্রেলিয়া ৪৮০ রান সংগ্রহ করে।

তরুণ ক্যামেরন গ্রিনও ছিলেন চাঞ্চল্যকর ফর্মে ছিলেন। ১৭০ বলে ১১৪ রান করে ২৩ বছর বয়সী তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি অর্জন করেছিলেন। শেষের দিকে টড মার্ফি ও ন্যাথান লায়নের ৭০ রানের নবম উইকেট পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে বিশাল স্কোরের দিকে নিয়ে যায়।

ভারতীয় বোলারদের মধ্যে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আবারও অসাধারণ পারফর্ম করে ছয় উইকেট তুলেছেন। ৩৬ বছর বয়সী অফ-স্পিনার তাৎক্ষণিক প্রভাব ফেলতে না পারলেও শেষ পর্যন্ত দলের সেরা বোলার হিসেবে উদীত হয়েছেন। পেসার মহম্মদ শামি দুটি উইকেট নিয়েছিলেন এবং বাকি বোলারদের ফ্যাকাশে দেখিয়েছে।

তাঁদের ঘরের মাঠে খেললেও রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল বল হাতে ছাপ ফেলতে পারেননি এবং উমেশ যাদবও ছন্দ হাতড়ে বেরিয়েছেন। এদিকে, ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল নিখুঁত সূচনা এনে দিয়েছেন এবং দল আশা করবে যে তাঁরা তৃতীয় দিনে ভারতকে আধিপত্যের জায়গায় পৌঁছে দেবে।