টস জিতে সিদ্ধান্ত নিতেই ভুলে গিয়েছিলেন রোহিত শর্মা !

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

বিশ্ব ক্রিকেটে এমন ছবি দেখতে পাওয়াটা খুবই বিরল। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেটাও দেখা গেল রোহিত শর্মাকে। টস জিতলেও কী সিদ্ধান্ত নেবেন সেটাই নাকি ভুলে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও শেষপর্যন্ত বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। কিন্তু টস জয়ের পর তাঁর সিদ্ধান্ত নেওয়ার ভুলে যাওয়ার ঘটনা দেখে কিন্তু সকলেই হতবাক হয়েছেন। মাঠে এমন পরিস্থিতিতে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন রোহিত শর্মা নিজেও। যদিও এদিন অবশ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ভারতীয় দল। রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে এই সিরিজ জয়ের পাশাপাশি ভারতীয় দলের সামনে রয়েছে একদিনের ক্রিমতালিকায় শীর্ষে পৌঁছনোরও হাতছানি। প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। রায়পুরে অবশ্য রান তাড়া করে জেতারই চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ই যত ঘটনা।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক রোহিত শর্মার

টস জেতার সময় যখন সিদ্ধান্ত জানতে চাওয়া হয়, সেই সময়ই খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর তাঁর সিদ্ধান্ত জানার অপেক্ষাতেই তখন মাঠে দাঁড়িয়েছিলেন রবি শাস্ত্রী, জাভাগল শ্রীনাথ এবং নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ড্রেসিংকুমে আলোচনা হওয়া সিদ্ধান্তের কথা হঠাত্ই ভুলে গিয়েছিলেন তিনি। তবে কিছুক্ষণ পরই বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। আর নিজের ভুলে যাওয়ার কথা বলে নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। সেই ছবি কিন্তু মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

এমন পরিস্থিতিতেই রোহিত শর্মা জানিয়েছেন, “আমরা কী করতে চেয়েছিলাম, সেটাই এদিন ভুলে গিয়েছিলাম। দলের সঙ্গে অবশ্য এই টস নিয়ে অনেক আলোচনা হয়েছিল আমাদের। এই কঠিন পরিস্থিতিতেই আমাদেরর নিজেদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলাম আমরা। তবে এই ম্যাচে আমর প্রথমে বোলিং করব”।

একইসঙ্গে টসের মুহূর্তে গত ম্যাচের কথাও এদিন উঠে আসে রোহিত শর্মার মুখে। তিনি জানিয়েছেন, “প্রথম ম্যাচ আমাদের জন্য যথেষ্ট ভাল একটা অভিজ্ঞতা। সেখানে আমরা জানতাম যে এই পিচে ব্যাটিং সহায়ক। সেটাও একটা আলাদা চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। সেখানে ব্রেসওয়েল অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আমাদের বোলাররাও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন এবং শেষে আমরা ম্যাচ জিতেছি। এখানেও বেশ শিশিরের সমস্যা ছিল, তবে কিউরেটরের থেকে জেনেছি যে তা খুব একটা বড় সমস্যা হবে না”।