বিশ্বকাপ জয়ের পথে ধাপে ধাপেই এগোতে চান রোহিত শর্মা
আপডেট করা - Oct 19, 2022 7:53 pm

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনাপর্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ। এরপর তেকে আর কখনোও টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। গতবারের বি্বকাপে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল টিম ইন্ডিয়া। এবার সেই সমস্ত ধারা বদলেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোহিত শর্মা অ্যান্ড কো। তবে তাড়াহুড়ো নয়, ধীরে চলো নীতিতেই এগোনের বার্তা রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ যে ভারতীয় দলের সামনে কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো নিজেদের প্রস্তুতিও সারছে টিম ইন্ডিয়া। আগামী ২৩ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। গতবার এঅই পাকিস্তানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবার যে পাকিস্তানের বিরুদ্ধে সেই হারের বদলা নিতে ভারতীয় দল মরিয়া হয়ে রয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যে এখনও বেশ কিচু জায়গা ঠিক করার প্রয়োজন রয়েছে তা বলতেও দ্বিধা করেননি রোহিত শর্মা।
প্রস্তুতি ম্যাচে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন রোহিত শর্মা
যেকোনও অঘিনায়কেরই যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকে বলার প্রয়োজন হয়না। রোহিত শর্মাও তার ব্যতিক্রম নন। সেইভাবে প্রস্তুতিও চালাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ভারতীয় দলের সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়া নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতেই রোহিত শর্মা অবশ্য সকলের থেকে আলাদা। এখনই ফাইনাল কিংবা সেমিফাইনাল নিয়ে ভাবতে চাইছেন না তিনি। কার্যত চাপ কমাতেই যে এমন ভাবনা তাও বেশ স্পষ্ট।
From leading India for the first time in ICC World Cup to the team's approach in the #T20WorldCup ! 👌 👌
💬 💬 In conversation with #TeamIndia captain @ImRo45!
Full interview 🎥 🔽https://t.co/e2mbadvCnU pic.twitter.com/fKONFhKdga
— BCCI (@BCCI) October 19, 2022
টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ ধরেই এগোতে চাইছেন রোহিত শর্মা। ফাইনাল এবং সেমিফাইনালের ভাবনা এনে এখনই চাপ বাড়াতে নারাজ তিনি। তাঁর মতে সামনের প্রতিপক্ষ অনুয়ায়ী পরিকল্পনা তৈরি করাটাই তাদের কাছে অনেক বেশী প্রয়োজনীয়। অর্থাত্ ধাপে ধাপেই যে রোহিত শর্মা এগোতে চাইছেন তারইঅ একটা ইঙ্গিত তিনি দিয়েছেন।
এই প্রসঙ্গে বোর্ডের ওয়েব সাইটে রোহিত শর্মা জানিয়েছেন, “অনেক দিন হয়ে গিয়েছে যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। এই মুহূর্তে গোটা দল সহ সকলেরই লক্ষ্য রয়েছে একটাই। টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু সেই পথে এগোতে এখনও বেশ কিছু জায়গার দিকে নজর দিতে হবে আমাদের। সেজন্য ধাপে ধাপেই এগোতে চাই”।
আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। শোনাযাচ্ছে সেই ম্যাচের প্রথম একাদশ নাকি এখনই বাছা হয়ে গিয়েছে টিম ম্যানেজমেন্টের। এখন শুধুই বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া।