বোলারদের পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা
আপডেট করা - Dec 29, 2023 12:03 pm

সেঞ্চুরিয়নে তিন দিনের মধ্যে গুটিয়ে যেতে হলো সমগ্র ভারতীয় দলকে। এক্ষেত্রে কার্যত বোলিং ব্যর্থতাকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। কিন্তু দলের অধিনায়ক রোহিত সে কথা মানতে নারাজ। দক্ষিণ আফ্রিকায় ভারত সফরকে অনেকেই বহুদিন পরে বিদেশের মাটিতে হওয়া টেস্ট সফরের অ্যাসিড টেস্ট হিসাবে দেখছে। কিন্তু যখন একটি দল ২১০ ওভারে ম্যাচ হেরে যায় তখন তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। প্রথম শ্রেণীর প্রাকটিস ম্যাচ হোক বা আন্ত-স্কোয়াড ম্যাচ, সব নিয়েই সেঞ্চুরিয়ন টেস্টের আগে ধন্দে ছিল ভারতীয় শিবির। কিন্তু প্রথম টেস্টে ৩২ রানে এক ইনিংস আগেই পরাজয়ের পরে দলের অন্তবর্তী কৌশলগত পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। পিচ নিয়েও বহুমহলে নানা মন্তব্য শোনা যাচ্ছে। বিশেষত যখন একই পিচে দক্ষিণ আফ্রিকা ভালো রান করার পাশাপাশি বল হাতেও স্বাচ্ছন্দ, সেখানে ভারত রীতিমতো খাবি খাচ্ছে এ কথা বলাই যায়। যদিও রোহিত শর্মা এদিন বলেন, ‘ আমরা গত ৫-৬ বছর ধরে অনুশীলন ম্যাচ খেলেছি। প্রথম শ্রেণীর ম্যাচেও চেষ্টা করেছি, কিন্তু অনুশীলন ম্যাচে সাধারণত এই ধরনের উইকেট পাওয়া যায় না। আমরা শেষবার অস্ট্রেলিয়া সফরের পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা এসেছিলাম। সেইসময়ও বল হাঁটুর উপরে বাউন্স করতে ব্যর্থ হচ্ছিলো। কিন্তু এই বছরের পিচে যথেষ্ট বাউন্স লক্ষ্য করা যাচ্ছে।’
ভারতীয় বোলিং প্র্যাকটিস নিয়ে প্রশ্ন উঠলে রোহিত শর্মা সাফ জানিয়ে দেন, তিনি তা মনে করেন না। প্রসিদ্ধ কৃষ্ণা সমালোচনাবিদ্ধ হলে তিনি পাশে দাঁড়িয়ে বলেন,
‘ প্রসিদ্ধ গত তুই বা তিন বছরে আমাদের জন্য অনেক সাদা বলের ক্রিকেট খেলেছেন। ও প্রতিনিয়ত প্রমাণ করেছে যে ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে।’
‘এটা হতে পারে যে তার জন্য প্রথম খেলাটিতে ভালো অভিজ্ঞতা ছিল না। আমরাও যখন আমাদের প্রথম খেলা খেলেছিলাম তখন প্রত্যেকেই স্নায়ুচাপে জর্জরিত ছিলাম।’ টেস্ট ক্রিকেটে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি ধারাবাহিকতার পক্ষেই সওয়াল করেন। তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সিরিজ জয়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বোলিং শক্তির কথাও উল্লেখ করেন। ভারত যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পরিস্থিতিতে ভালো ব্যাট করে প্রথম ইনিংসের ২৪৫ রান করতে সমর্থ হয়েছে। যেখানে রাহুলের ভূমিকা অনস্বীকার্য। পরবর্তীতে বুমরাহ ও সিরাজ দুজনেই খুব ভালো বোলিং করে। যাইহোক, এই পিচে শার্দুল ও প্রসিদ্ধ খুব একটা কার্যকরী হয়নি। কিন্তু তার জন্য তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই উচিত নয় বলে মনে করছেন রোহিত।