পরপর তিন ম্যাচে সূর্যকুমার যাদবের গোল্ডেন ডাক, ‘দুর্ভাগ্যজনক’ বলে দায় সারলেন অধিনায়ক রোহিত

ষষ্ঠ ভারতীয় হিসেবে পরপর তিন ইনিংসে ডাকে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড সূর্যকুমারের

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা পেলেও ওডিআই ফর্ম্যাটে ভয়াবহ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিনি তিনটি ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন। শুধু তাই নয়, তিনি তিনবারই প্রথম বলে আউট হয়ে প্রথম ভারতীয় হিসেবে পরপর তিনটি ওডিআই ইনিংসে গোল্ডেন ডাকের নজিরবিহীন রেকর্ড করেছেন।

প্রথম ওডিআইতে মিচেল স্টার্কের একটি দ্রুত গতির ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে এলবিডাব্লিউ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আবার স্টার্কের শিকার হন যখন লেগ সাইডে শট মারতে গিয়ে তিনি বলে ব্যাট লাগাতে পারেননি এবং আম্পায়ার এলবিডাব্লিউ আউট দেন। তৃতীয় ওয়ানডেতে অ্যাশটন অ্যাগারের ডেলিভারিকে কাট মারতে গিয়ে বোল্ড হন।

তৃতীয় ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে ওয়ানডেতে সূর্যকুমার যাদবের দুর্বিষহ ফর্ম নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। ব্যাটারের সমালোচনা না করে অধিনায়ক সূর্যকুমারের পাশে দাঁড়িয়েছিলেন এবং বলেছেন যে মিডল অর্ডার ব্যাটার ‘দুর্ভাগ্যজনক’ ছিলেন যে তিনি শুরুতেই ভালো বলের সম্মুখীন হয়ে গেছেন।

“এটা যে কারোর ক্ষেত্রেই হতে পারে” – সূর্যকুমার যাদবের খারাপ ফর্মের প্রসঙ্গে রোহিত শর্মা

“সে এই সিরিজে তিনটি (গেমে) মাত্র তিনটি বল খেলেছে। আমি জানি না এটা নিয়ে কতটা ভাবতে হবে। সত্যি কথা বলতে, সে তিনটি ভালো বল পেয়েছে। আজকে যদিও বলটা ভালো বল ছিল না; তার সামনের দিকে খেলা উচিৎ ছিল। সে নিজেই সবচেয়ে ভালো বুঝবে। সে খুব ভালো স্পিন খেলে। গত কয়েক বছরে আমরা তা দেখেছি,” ম্যাচের শেষে রোহিত বলেছেন।

“আমরা তাকে পরের দিকে রেখেছিলাম এবং শেষ ১৫-২০ ওভারের জন্য তাকে সেই ভূমিকা দিয়েছিলাম যেখানে সে তার খেলা খেলতে পারে, কিন্তু এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে সে শুধুমাত্র তিনটি বল খেলেছে। এটা যে কারোর ক্ষেত্রেই হতে পারে। তবে তার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই আছে। সে এই মুহূর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে,” রোহিত আরও যোগ করেছেন।

উল্লেখ্য, পরপর তিনটি ওডিআই ইনিংসে ডাকে আউট হওয়া ষষ্ঠ ভারতীয় হয়েছেন সূর্যকুমার। এই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকার, অনিল কুম্বলে, জাহির খান, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ্‌। চেন্নাইয়ে আয়োজিত তৃতীয় ওডিআই ২১ রানে জিতে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল ২-১ ব্যবধানে সিরিজ দখল করেছে। ২০১৯-এর পরে এই প্রথমবার ভারত ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজে হারল।