ভবিষ্যতে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হবেন রিয়ান পরাগ, দাবী ফিল্ডিং কোচের

ঘরোয়া ক্রিকেটে অসমের হয়ে অনবদ্য ফর্মে আছেন রিয়ান

Riyan Parag
Riyan Parag. (Photo Source: Twitter)

রাজস্থান রয়্যালস (আরআর) ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক উদীয়মান অলরাউন্ডার রিয়ান পরাগের সমর্থন করে বলেছেন যে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের হয়ে পরবর্তী সেরা প্রতিভা হলেন এই তরুণ ক্রিকেটার। ঘরোয়া সার্কিটে অসাধারণ পারফর্ম করে পরাগ তাঁর সমস্ত সমালোচকদের ভুল প্রমাণ করে চলেছেন।

অলরাউন্ডারকে আইপিএল ২০২৩-এর আগে আরআর ধরে রেখেছে। তিনি ২০১৯ সংস্করণ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত এবং গত কয়েক বছরে ধারাবাহিকভাবে একাদশে সুযোগ পেয়েছেন। সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফি ২০২২-এ দুর্দান্ত ফর্ম প্রদর্শনের পরে জয়পুর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর ভরসা আরও বাড়াবে। ফলে আগামী আইপিএলে পরাগকে আরও বেশী দায়িত্ব নিতে দেখা যেতে পারে।

তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দিশান্ত ইয়াগনিক লিখেছেন, “আমার কথা মনে রাখবেন-: রিয়ান পরাগ আগামী বছরগুলিতে ভারতের জন্য টি-টোয়েন্টি ফর্ম্যাটে পরবর্তী বড় জিনিস হবে !!” রিয়ান পরাগ এবং রাজস্থান রয়্যালস উভয়কেই ট্যাগ করে দিশান্ত তাঁর টুইট শেষ করেছেন।

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সাফল্য পেতে চাইবেন রিয়ান পরাগ

আরআর আগের সংস্করণের ফাইনালে উঠলেও পরাগের পারফর্ম্যান্স পুরো টুর্নামেন্ট জুড়েই হতাশাজনক ছিল। তিনি ১৭ ম্যাচে ১৬.৬৪ গড়ে এবং ১৩৮.৬৪ স্ট্রাইক রেটে কেবল ১৮৩ রান করতে পেরেছিলেন। বল হাতে ৫৯ গড়ে এবং ১৪.৭৫ ইকোনমি রেটে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।

মাঠে তাঁর পারফর্ম্যান্স উল্লেখযোগ্য না হওয়া সত্ত্বেও ২১ বছর বয়সী যেভাবে উদযাপন করেন সেই ভঙ্গি সমর্থকদের দ্বারা কঠোরভাবে সমালোচিত হয়েছিল। রাজস্থান রয়্যালসসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে প্রতিপক্ষর পেসার হর্ষল প্যাটেলের সঙ্গে রিয়ানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছিল। 

পরাগ এখন নতুন করে শুরু করতে প্রত্যাশী। বিজয় হাজারে ট্রফিতে তাঁর অলরাউন্ড উজ্জ্বলতার মাধ্যমে একটি শক্তিশালী বিবৃতি দিয়েছেন তিনি। এই প্রতিযোগিতায় নয় ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ৬৯ গড়ে ৫৫২ রান করে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে অভিযান শেষ করেছিলেন অসমের ক্রিকেটার। তাঁর সংগ্রহে ১০টি উইকেটও ছিল, ফলে বল হাতেও অপরিসীম অবদান রেখেছিলেন। তাঁর পারফর্ম্যান্স অসমকে সেমি-ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।