ঋষভ পন্থের অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালস শিবিরে প্রভাব ফেলবে, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

নতুন বছর শুরু হওয়ার আগেই ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর তার জেরেই কার্যত অনির্দিষ্ট কালের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সামনেই রয়েছে আইপিএল। সেখানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন েই তারকা ক্রিকেটার। কিন্তু এই দূর্ঘটনায় ভয়াবহ আহত হয়েছেন ঋষভ পন্থ। এখনবও প্রন্ত হাসপাতালেই ভর্তি রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। তিনি যে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামতে পারবেন না কার্যত স্পষ্ট করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

যদিও এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ঋষভ পন্থ যে নামতে পারবেন না তা স্পষ্ট। ঋষভ পন্থের মতো ক্রিকেটারের দলে না থাকার যে একটা বড়সড় প্রভাব পড়বে তা মানতে কোনওরকম দ্বিধা করেননি  দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে এই মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক বেছে নেওয়াই টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গত ৩০ ডিসেম্বর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ

গতবারই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েছিলেন ঋষভ পনম্থ। যদিও দলের হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। দিল্লি ক্যাপিটালসও সেবার আইপিএলের গ্রুপপর্ব পার করতে ব্যর্থই হয়েছিল। এবার ঋষভ প্নমথকেও পাবে না দিল্লি ক্যাপিটালস। শোনাযাচ্ছে তাঁর জায়গা অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নারকে। যদিও এত দ্রুতই সিদ্ধান্ত নিতে নারাজ দিল্লি ক্যাপিটালস শিবির। তবে ওয়ার্নারের নেতৃত্বের অভিজ্ঞতা থাকার জন্য এগিয়ে রয়েছেন তিনি।

ঋষভ পন্থ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তাঁর সেরে উঠতে অনেকটাই সময় লাগবে। আমারা কিছুই করতে পারিনা এই সময়। এটা একটা দূর্ঘটনা। তাঁর বয়স এখন সবে মাত্র ২৩। এখনও অনেকটা সময় রয়েছে ঋষভ পন্থের কাছে। এবারের আইপিএলে ঋষভ পন্থকে পাওয়া যাবে না। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার। এই আইপিএলটা অবশ্যই খুব ভাল একটা প্রতিযোগিতা হবে। ঋষভ পন্থের এই চোট দিল্লি ক্যাপিটালস শিবিরে অবশ্যই একটা প্রভাব ফেলবে”।

গত ৩০ ডিসেম্বর দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। এরপর দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার। এরপরই অবশ্য বোর্ডের তত্পরতায় তাঁকে দেহরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কোকিলাবেন হাসপাতালে রয়েছেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার। শোনাযাচ্ছে তাঁকে অস্ত্রোপচারের জন্য বিদেশও নাকি পাঠানো হতে পারে। তবে ৯ মাসের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।