আইপিএল ২০২৩-এর প্রথমার্ধ থেকে বাদ রজত পাটিদার

আইপিএল ২০২২ এলিমিনেটরে একটি ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাটিদার

Rajat Patidar
Rajat Patidar. (Image Source: IPL/BCCI)

আগে আইপিএলে খেললেও আইপিএল ২০২২-এ রজত পাটিদার প্রমাণ করেছিলেন ভারতের টি-২০ দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও ভারতের স্কোয়াডের অংশ থেকেছেন তিনি। নিলামে অবিক্রিত থাকার পরে পরিবর্ত খেলোয়াড় হিসাবে আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাটিদারকে নিয়েছিল। এখন জানা যাচ্ছে যে গোড়ালির চোট থেকে সেরে উঠতে পাটিদারের সময় লাগছে এবং আইপিএল ২০২২-এর প্রথমার্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

মধ্য প্রদেশের ব্যাটার পাটিদার তাঁর ব্যাটিং দিয়ে সকলের মন জয় করেছিলেন এবং দলের কম্বিনেশনে তাঁর স্থান নিশ্চিত করেছিলেন। গত সংস্করণে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন পাটিদার যখন টুর্নামেন্টের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকান। কোনো ভারতীয় আনক্যাপড খেলোয়াড়ের দ্রুততম সেঞ্চুরিও ছিল এটি।

ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, পাটিদারকে আগামী তিন সপ্তাহের জন্য বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমআরআই পরীক্ষার ফল দ্বারা নির্দেশিত হবে তিনি আসন্ন টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে খেলতে পারবেন কি না। আরসিবি শিবিরে যোগদানের আগেই চোট পেয়েছিলেন পাটিদার এবং তাই ২৯ বছর বয়সীকে দলে যোগ দেওয়ার আগে এনসিএর থেকে ছাড়পত্র পেতে হবে।

পাতিদারের অনুপস্থিতির কারণে আরসিবি ম্যানেজমেন্ট তাদের টপ অর্ডার পুনর্বিন্যাস করতে বাধ্য হবে। ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন ইতোমধ্যেই বলেছিলেন যে অধিনায়ক ফাফ ডু প্লেসি ও প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে ওপেনার হিসাবে ব্যাটিং করতে দেখা যাবে। তবে পাটিদার চোট পাওয়ায় বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির লাইন-আপ পরিবর্তিত হবে এখন।

আইপিএল ২০২২-এ ৩৩৩ রান করেছিলেন রজত পাটিদার

আইপিএল ২০২২ মেগা নিলামে পাটিদারকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে টুর্নামেন্ট চলাকালীন উইকেটকিপার-ব্যাটার লুভনিথ সিসোদিয়া আহত হওয়ায় পাটিদারকে আরসিবি স্কোয়াডে এনেছিল। এলিমিনেটরে এলএসজির বিরুদ্ধে সেঞ্চুরি করে আরসিবিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে দিয়েছিলেন পাটিদার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে পাটিদার হাফ সেঞ্চুরি করলেও সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল জেতায় তাঁর ইনিংসটি বৃথা যায়।

মরসুম শেষে ৩৩৩ রান করে কোহলি এবং ডু প্লেসির পরে আরসিবির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাটিদার। এখন পাটিদার অনুপস্থিতি থাকায় আরসিবির বিপদ আরও বাড়ল কারণ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও পুরো মরসুমে খেলতে পারবেন না। জশ হ্যাজেলউড এখনও সম্পূর্ণ ফিট নন। ওয়ানিন্দু হাসারাঙ্গা তাঁর দেশের হয়ে খেলার জন্য নিউ জিল্যান্ডে রয়েছেন। ফলে মরসুম শুরুর আগে বিপাকে আরসিবি।