আহমেদাবাদে ম্যাচের দিন পরিবর্তন হলেও, হচ্ছে না কলকাতায়
আপডেট করা - Aug 5, 2023 7:45 pm
কয়েকদিনের মধ্যেই ওডিআই বিশ্বকাপের সূচী নতুন করে ঘোষণা হতে চলেছে। সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। সেইসঙ্গেই এবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও দেখা দিয়েছে নতুন করে জল্পনা। আগামী ১২ নভেম্বর কলকাতার ইডেন গর্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই দিনই আবার কালী পুজো রয়েছে। শোনাযাচ্ছে সেই কথা মাথায় রেখেই সিএবির কাছে কাছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা পুলিশ।
সেই দিন কালী পুজো থাকার ফলে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যে নিরাপত্তার একটা সমস্যাহতে পারে, তেমনই সম্ভাবনার কথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে নাকি জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। যদিও শেষপর্যন্ত কী হবে তা এখনই বলা সম্ভব নয়। যদিও ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন থেকে নবরাত্রি শুরু হওয়ার জন্য, নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই ম্যাচের দিন বদলের জন্য আইসিসির কাছে আবেদন করা হয়েছিল। এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো না হলেও শোনাযাচ্ছে ভারত বনাম পাকিস্তানের সেই ম্যাচ ১৫-এর বদলে হতে চলেছে ১৪ অক্টোবর।
১২ নভেম্বর কলকাতায় ম্যাচের দিনই রয়েছে কালী পুজো
তেমনই কলকাতায় ১২ নভেম্বর কালী পুজো রয়েছে। আর সেই কথা মাথায় রেখেই সিএবির কাছে নিরাপত্তা বিষয় নিয়ে সমস্যার কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। যদিও সেই ম্যাচ সরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আগামী ১২ নভেম্বর কলকাতায় পাকিস্তান বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। যদিও এই ম্যাচের সূচী বদলের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
Now the Kolkata Police has told @CabCricket that security deployment could be an issue for #Pakistan vs #EnglandCricket match at the Eden Gardens on November 12. So more confusion with regards to schedule.#WorldCup2023
— Kushan Sarkar (@kushansarkar) August 5, 2023
আগামী ৫অক্টোবর থেকে সুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানে অন্যান্য ভেন্যুর মতো কলকাতাতেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। একটিও সেমিফাইনালও ইডেন গার্ডেন্সে হওয়ার কথা রয়েছে। গতবার বিশ্বকাপের ম়ঞ্চে বেশী ম্যাচ না পেলেও, এবার অবশ্য কলকাতা প্রায় পাঁচটি ম্যাচ পেয়ে গিয়েছে। যেখানে ভারতীয় দলও গ্রুপ পর্বের একটি ম্যাচে খেলতে নামবে।
শুক্রবারই ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিল আইসিসির একটি দল। ইডেন বিশ্বকাপ প্রস্তুতি কতটা হয়েছে সেটাই দেকতে এসেছিল ইসিসির প্রতিনিদি দল। সেখানেই ইডেনের বিশ্বকাপ প্রস্তুতি দেখে তারা যথেষ্ট খুশিই হয়েছে। ইডেনের মিডিয়া সেন্টারথেকে বিাইপি বক্স, বিভিন্ন জায়গাই এদিন পরিদর্শন করেছে আইসিসির সেই প্রতিনিধি দল। সিএবের প্রস্তুতিতে তারা যথেষ্ট খুশি বলেই শোনাযাচ্ছে।