বিরাট কোহলিকে স্লেজিং না করার কারণ জানালেন মুশফিকুর রহিম

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter )

বৃহস্পতিবার  পুণেতে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। পরপর দুই ম্যাচ হারের পর ভারতের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ। কিন্তু সেই কাজটা যে অত্যন্ত কঠিন তা ভালভাবেই বুঝতে পারছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্রিকেটের মাঠের সঙ্গে স্লেজিংটা সবসময়ই অতি প্রাসঙ্গিক একটা বিষয়। ভারতের বিরুদ্ধে নামার আগে সেই বিষয় নিয়েই মুখ খুললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। এখনও পর্যন্ত মাঠে খেলা চলাকালীন কখনোও বিরাট কোহলিকে স্লেজ করেননি তিনি। কেন এমনটা করেছেন সেটাই জানিয়েছেন মুশফিকুর রহিম।

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও ধারেভারে যে ভারতীয় দল যে অনেকটাই এগিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। সেখানে তিনবারই জয় এসেছে ভারতীয় দলের পক্ষে। এমন পরিস্থিতিতে বিরাট কোহলিকে স্লেজিং করে তাঁকে নাকি রাগিয়ে দিতে চাননা বাংলাদেশের এই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিরুদ্ধে ২৭ ম্যাচে ১৪৩৭ রান রয়েছে বিরাট কোহলির

তাঁর মতে বিশ্বের খুব কম ক্রিকেটারই এমন রয়েছেন যারা স্লেজিংকে উপভোগ করেন। তার মধ্যে বিরাট কোহলি অন্যতম। মুশফিকুর রহিমের মতে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যাঁকে স্লেজিং করা মানে ম্যাচের আগে বাড়তি অক্সিজেন যোগানো। মাঠে খেলা চলাকালীন কোনও এমন ভুলটা কখনোই করতে চাননা মুশফিকুর রহিম। বিরাট কোহলির ব্যাটে যদি রান আসতে শুরু করে, তবে কোনও প্রতিপক্ষের কাছেই যে সেটা একেবারে স্বস্তির নয় তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণের বিরাট কোহলির বিরুদ্ধে স্লেজিং না করার রাস্তাতেই হাঁটেন এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে মুশফিকুর রহিম জানিয়েছেন, “বিশ্ব ক্রিকেটে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যারা স্লেজিংটাকে উপভোগ করেন এবং তাদের উদ্দেশ্যে করা স্লোজিংয়ের দ্বারা যেন আরও বেশী আত্মবিশ্বাসী হয়ে আরও বেশী আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সেই কারমে আমি কখনোও তাঁকে স্লেজ করিনা, কারণ তাতে বিরাট কোহলি আরও বেশী তেতে ওঠেন। আমি সবসময়ই বোলারদের বলি যে যত দ্রুত সম্ভব তাঁকে সাজঘরে ফেরানোর চেষ্টা করতে”।

বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তাদের বিরুদ্ধে ২৭ ম্যাচে ১৪৩৭ রান রয়েছে বিরাট কোহলির ব্যাটে। এবার বিশ্বকাপের মঞ্চে সেই বাংলাদেশের বিরুদ্ধে নামছেন তিনি। সেখানেও বিরাট কোহলি নিজের পরিসংখ্যান বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।