সতীর্থদের না জানিয়েই শ্রীলঙ্কা ছাড়লেন বাবর আজম, পাকিস্তান ড্রেসিংরুমে অসন্তোষ?

Babar Azam
Babar Azam. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

এশিয়া কাপের মঞ্চে এবার ফেভারিট দলের তকমা নিয়ে এসেছিল সেই পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানের যাত্রাই থেমে গিয়েছে সুপার ফোরের মঞ্চে। শ্রীলঙ্কার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষপর্যন্ত হারতেই হয়েছে শ্রীলঙ্কাকে। আর তাতেই নাকিচূড়ান্ত হতাশ হয়েছেন রপাক অধিনায়ক বাবর আজম। সতীর্থদেের না জানিয়েই নাকি শ্রীলঙ্কা ছেড়েছেন তাদের অধিনায়ক। সেইসঙ্গেই শুরু হয়েছে এক নতুন জল্পনা। শোনাযাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পরই নাকি ড্রেসিংরুমে শাহিন আফ্রিদির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বাবর আজম। চূড়ান্ত অশান্তিই নাকি হয়েছে তাদের মধ্যে।

এবারের এশিয়া কাপের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিল পকিস্তান। সুুপার ফোরের মঞ্চেই প্রথমবার হেরেছিল পাকিস্তান। ভারকের কাছঠেসেই ম্যাচে বিরাট ব্যবধানে হেরে গিয়েছিল তারা। সেই থেকেই আর ঘিুরে দাঁড়াতে পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেখানেও  জয়ের মুুখ দেখতে পায়নি তারা। এরপরই নাকি শুরু হয়েছিল সমস্যা। যদিও ম্যাচ শেষের পর হাসি মুখেই দেখা গিয়েছিল বাবর আজমকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বাবর আজম

কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল তাঁর ড্রেসিমরুমে ফেরার পর থেকেই। ড্রেসিংংরুমে ফেরার পরই চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশ হয়েছিল বাবর আজমের। সেখানেই ক্রিকেটারদের ওপর নাকি তাঁর হতাশা বহিঃপ্রকাশ বেড়িয়ে এসেছিল। বল নিউজের খবর অনুযায়ী ড্রেসিংরুমে ফেরার পরই শাহিন আফ্রিদির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। সেখানেই এই দুই ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত বাকযুদ্ধ শুরু হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছিলেন আরেক তারকা ক্রি্কেটার মহম্মদ রিজওয়ান। তাঁর মধ্যস্থতাতেই শেষপর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। এই খবর সামনে আসার পর থেকেই ক্রিকেট মহলে কার্যত নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে।

বল নিউজ অনুযায়ী বাবর আজম নাকি ড্রেসিংরুমে ফেরার পরই ক্রিকেটারদের উদ্দেশ্যে নানান কটু কথা বলতে শুরু করেছিলেন। এমনকী য়ারা খারাপ পারফরম্যান্স করছে বিশ্বকাপই তাদের শেষ সুযোগও বলতে ছাড়েননি বাবর আজমই। সেই সময়ই নাকি ঝামেলায় জড়িয়ে পড়েন শাহিন আফ্রিদি। যারা ভাল পারফরম্যান্স করেছেন তাদের প্রশংসা করার কথাই শোনা গিয়েছিল তাঁঁর মুখে। কিন্তুবাবর আজম নাকি কর্ণপাতই করেননি এই তারকা পেসারের কথায়। তাঁকেও নানান কথা শুনিয়েছেন বাবর আজম।

এরপরই দলের সতীর্থদের না জানিয়েই শ্রীলঙ্কা ছেড়েছেন বাবর আজম। বিশ্বকাপের আগে পাকিস্তান ড্রেসিংরুমের ছবি যে তাদের ভাবনার সামনেই ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ড্রেসিংরুমের এমন ঘটনা পিসিবির চিন্তা যে বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।