প্রথম টেস্টে শুভমন গিলের থেকে সূর্যকুমার যাদবকেই এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Feb 8, 2023 6:57 pm

রাত পোহালেই ভারত বনাম অস্ট্রেলিা মহারণ। বৃহস্পকিবার বর্ডার গাভাসকর ট্রপির প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে রয়েছে। শুভমন গিল এবং সূর্যকুমার যাদবকে নিয়ে ই সেবচেয়ে বেশী চর্চা চলছে এই মুহূর্তে। সেখানেই ভারতের প্রথম একাদশে এই দুই ক্রিকেটারের মধ্যে একজনকে বেছে নিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শুভমন গিল নন, সূর্যকুমার যাদবকেই প্রথম টেস্টে দেখতে চান প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
২০২০-২১ মরসুমে এই রবি শাস্ত্রীর হাত ধরেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরকি করেছিল টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। সেখানেই কোচের হটসিটে রয়েছেন রাহুল দ্রাবিড়। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। সেজন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে প্রথম একাদশ বাছা নিয়ে অত্যন্ত সাবধানী তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলের প্রথম একাদশে সূর্যকুমার যাদবকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী।
শ্রেয়স আইয়ারের জায়গাতেই সূর্যকুমারতে খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর
শুভমন গিলের থেকেও এই টেস্টে কেন তিনি সূর্যকুমার যাদবকে এগিয়ে রাখছেন সেই কথাও বলতে কোনও দ্বিধা করেননি রবি শাস্ত্রী। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই শ্রেয়স আইয়ার। সাম্প্রতিককালে ভারতীয় দলের হয়ে টেস্টে পাঁচ নম্বর পজিশনে তিনিই খেলতেন। তাঁর জায়গাতেই যোগ্য পরিবর্ত ক্রিকেটার হিসাবে সূর্যকুমার যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি। সেইসঙ্গে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমার মনে হয় পাঁচ নম্বর জায়গাতেই খেলানো হবে সূর্যকুমার যাদবকে। কারণ এই সিরিজে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার। সেজন্যই সেখানে সূর্যকুমার যাদব খেলবেন। সেখানে আবার কথা উঠতে পারে যে শুভমন গিল কী পারবেন পাঁচ নম্বর পজিশনে খেলতে। আমার মতে সঠিক পজিশনে সঠিক ক্রিকেটারকেই খেলানো প্রয়োজন। পাঁচ নম্বর পজিশনে ।খন কেউ ব্যাটি করতে নামবেন সেই মুহূর্তে পিচে ধীরে ধীরে টার্নের দাপট দেখা যেতে পারে। সেই সময় এমন কোনও একজন ব্যাটারকে প্রয়োজন যিনি স্পিনের বিরুদ্ধে সঠিক শট খেলতে পারেন। আর সেই পজিশনে সূর্যকুমার যাদব একেবারে সঠিক একজন ক্রিকেটার”।
সম্প্রতি শুভমন গিল ভারতীয় দলের হয়ে অস্ধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। একইরকমভাবে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন সূর্যকুমার যাদব। সেইসঙ্গে তাঁর ঝোড়ো ইনিংস খেলার দক্ষতা রয়েছে। বহুক্ষেত্রেই দেখা গিয়েছে যে ৩০ থেকে ৪০ বলের মধ্যে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। সেইসঙ্গে তাঁর স্পিনের বিরুদ্ধে খেলার দক্ষতার জেরেই এই তারকা ক্রিকেটারকে এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী।