ভারতীয় ব্যাটারদের রশিদ খানের বিরুদ্ধে পরিসংখ্যান দেখে নিন

Rashid Khan
Rashid Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে অন্যতম ভয়ানক স্পিনার রশিদ খান। রশিদ খান যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। আবার টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয় রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে আগামিকাল ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে।

ভারতের সম্ভাব্য প্রথম ছয় ব্যাটারদের রশিদের বিরুদ্ধে পরিসংখ্যান :

রোহিত শর্মা– ১৬ বল খেলে ১৯ রান করেছেন, আউট হয়েছেন ২ বার

লোকেশ রাহুল– ৩০ বল খেলে ১৮ রান করেছেন, আউট হয়েছেন ৩ বার

বিরাট কোহলি– ২৪ বল খেলে ২১ রান, আউট হয়েছেন ১ বার

ইশান কিষাণ– ৫১ বল খেলে ৬৪ রান, একবারও আউট হননি

ঋষভ পন্থ– ৬৮ বল কেলে ৭৭ রান , আউট হয়েছেন ২ বার

প্রসঙ্গত, টি ২০ বিশ্বকাপে টিকে থাকতে গেলে রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল ডু অর ডাই। কিন্তু এতো গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করার মানসিকতাও দেখা গেল না টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারের। বল যে আনপ্লেয়েবল ছিল এমনটা কিন্তু নয়। কিন্তু তার ভুল শট নির্বাচনে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেন। জাদেজা যদি শেষ মুহূর্তে ঝোড়ো ব্যাটিং না করত তাহলে ভারত হয়তো ১০০ রানের গণ্ডিও পেরত না।

এদিন টস করতে এসে ভারত অধিনায়ক জানান তাঁর দলে দুটি পরিবর্তন হয়েছে। একটি ফোর্সড এবং আরেকটি ভূবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুর। এবার ফোর্সড চেঞ্জ যেটি হয়েছে সেটি সূর্যকুমার যাদবের জায়গা ইশান কিসান। নিঃসন্দেহে বড় পরিবর্তন। ফর্মে থাকা ইশান কিসানের জায়গা প্রথম একাদশে থাকা উচিত। কিন্তু কীভাবে রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে ইশান কিসান আর কেএল রাহুল ওপেন করতে নামতে পারে, তার কোনও যুক্তি কেউ দিতে পারেনি। আর এই ব্যাটিং অর্ডার নিয়েই প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকার।