রিটেইনশন তালিকার এক নম্বর স্থানে থাকতে চায়ছেন আফগান স্পিনার রশিদ খান

হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ কেন উইলিয়ামসন

Rashid Khan
Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

আইপিএল নিলামের আগে রিটেইনশন তালিকা জমা দেওয়ার দিন যতো ঘনিয়ে আসছে ততো ফ্র্যাঞ্চাইজিগুলির স্ট্র্যাটেজিক দলের ব্যস্ততা বাড়ছে। বিদ্যমান আটটি দলকে ৩০শে নভেম্বরের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলা হয়েছে। ২০২২ মরসুমের আগে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে  দলগুলি নির্দিষ্ট মূল্যে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। এই মুহূর্তে আফগান স্পিনার রশিদ খান সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেইনশনের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছেন। 

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) লেগ-স্পিনার রশিদ খানকে দলে নেওয়ার ব্যাপারে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের এই লেগ-স্পিনার, যিনি তর্কাতীতভাবে সেরা টি-টোয়েন্টি বোলার, তিনি নিজেকে রিটেইশন তালিকায় ১ নম্বর প্লেয়ার হিসেবে থাকতে চান বলে জানা গেছে। তবে, হায়দ্রাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক কেন উইলিয়ামসনকে সেই সুযোগ দিতে পারে বলে শোনা যাচ্ছে। 

নিলামের তালিকায় থাকতে পারেন আফগান স্পিনার রশিদ খান 

উল্লেখ্য রিটেইনশন তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে পার্থক্য হল ৪ কোটি টাকার। তাই, বিডিং ইভেন্টের আগে এসআরএইচের উইলিয়ামসন এবং রশিদ উভয়কেই ধরে রাখার সম্ভাবনা কম। “সানরাইজার্স হায়দ্রাবাদ শুধুমাত্র উইলিয়ামসনকে ধরে রাখতে পারে, তিনি তাদের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করা অব্যাহত রাখবেন। দ্বিতীয় রিটেনশন হতে পারে রশিদ কিন্তু দল ও উক্ত খেলোয়াড় দুই পক্ষের মধ্যে কঠিন দর কষাকষি চলছে,” রিপোর্ট করেছে ক্রিকবাজ।

এই প্রতিবেদনটি সত্য হলে, রশিদ নিলামের ইভেন্টে প্রবেশ করতে প্রস্তুত এবং অনেক ফ্র্যাঞ্চাইজি তাঁর পরিষেবা পেতে উন্মুখ হবে তা বলাই বাহুল্য। তাই, রশিদকে ছেড়ে দিলে তার পরিষেবা ফিরে পাওয়া সানরাইজার্সের পক্ষে কঠিন হবে। ২০২১ আইপিএলে ভয়াবহ অভিযানের ফলে এসআরএইচ সর্বশেষ স্থানে লিগ পর্যায় শেষ করে। 

তাই স্বাভাবিকভাবেই অরেঞ্জ আর্মি আসন্ন মরসুমে দলকে সম্পূর্ণ পুনর্গঠন করে নতুনভাবে শুরু করতে চায়বে। আইপিএল ২০২২-এ দুটি নতুন দল টুর্নামেন্টে প্রবেশ করতে চলেছে –  লখনউ এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। ৮টি বিদ্যমান দল প্রথমে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে – অনধিক তিনজন ভারতীয় এবং অনধিক দুইজন বিদেশী। 

তালিকা জমা দেওয়ার পরে, দুটি নতুন দল নিলাম ইভেন্টের আগে সর্বাধিক তিনজন খেলোয়াড় বাছাই করতে পারে – অনধিক দুজন ভারতীয় এবং অনধিক একজন বিদেশী।