রাহুল ত্রিপাঠির পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত সঞ্জয় বাঙ্গার

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েনেটিতে বড় রান করতে না পারলেও শেষ টি টোয়েন্টিতে দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিলেন রাহুল ত্রিপাঠি। কার্যত তাঁর সেই ঝো়ো ইনিংসই যে ভারতের রান এগোনের পতে গতি অনেকটা বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আর রাহুল ত্রিপাঠির এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ভারকতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে এই মুহূর্তে রাহুল ত্রিপাঠিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, তিনি একেবারেই নিজের ভূমিকার সদ্ব্যাবহার করছেন।

প্রথম দুটো টি টোয়েন্টিতে বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন রাহুল ত্রিপাঠি। দ্বিতীয় ম্যাচে চেষ্টা চালালেও ভুল শট নির্বাচনের ফলে তিনি ১৩ রানেই সাজঘরের রাস্তা দেখেছিলেন। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিতেছিল ভারতীয় দল। সিরিজের শেষ টি টোয়েন্টিতেই বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেখানেই ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি। আর সেই পারফর্মযান্স দেখার পরই এই ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সঞ্জয় বাঙ্গার।

শেষ টি টোয়েন্টিতে ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি

গতবারের আইপিএলে ভাল পারপর্মযান্স প্রদ্রশন করার পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন রাহুল ত্রিপাঠি। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড সিরিজ। কোনও জায়গাতেই প্রথম একাদশে সুযোদ হয়নি তাঁর। নতুন বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টি টোয়েন্টি দলের হয়ে অভিষেক হয়েছিল রাহুল ত্রিপাঠির। ফাস্ট ডাউনেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও সেভাবে নিজের ফর্ম দেখাতে পারেননি তিনি। অবশেষে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেই দেখা গিয়েছে সেই পারফরম্যান্স। তাঁর ঝোড়ো ইনিংসের ফলেই যে ভারতীয় দলের রানের পথে গতি বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “এটা খুবই দূর্ভাগ্যের যেভাবে তিনি আউট গয়ে মাঠ ছেড়েছিলেন। রাহুল ত্রিপাঠি নিজেও জানতেন যে তিনি এদিন কতটা ভাল ক্রিকেট খেলছিলেন। সেইসঙ্গে এক অসাধারণ ছন্দে ছিলেন েই তারকা ক্রিকেটার। কিন্তু দূর্ভা্গ্যবশত আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তাঁকে যতই প্রশংসা করা হোক না কেন তা কম হবে। ভারতীয় দল তাঁকে যে ভূমিকা পালন করতে দিয়েছিলেন সেটা  তিনি একেবারেই সঠিকভাবে করতে পেরেছিলেন”।

আইপিএলের ম্টে গতবারও যথেষ্ট ভাল পারফর্মযান্সই প্রদর্শন করেছিলেন রাহুল ত্রিপাঠি।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ নক ছিল। যদিও সেবার গ্রুপ পর্বের গন্ডী টপকাতে ব্যর্থই হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রাহুল ত্রিপাঠির ব্যাটে কিন্তু ৪০০-এর বেশী রানই এসেছিল।