ভারতের কোচ হওয়ার বিসিসিআইয়ের প্রস্তাবকে নাকচ করলেন রাহুল দ্রাবিড়

টি-২০ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন বর্তমান কোচ রবি শাস্ত্রী

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Tony Marshall/Getty Images)

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাবকে আবারও ‘না’ বলে দিয়েছেন প্রাক্তন ভারতীয়  ব্যাটার ও বর্তমানে জাতীয় যুব দলের কোচ রাহুল দ্রাবিড়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বর্তমান কোচ রবি শাস্ত্রী, তাই বিকল্প হিসেবে অনেক প্রতিষ্ঠিত নামের পাশাপাশি দ্রাবিড়ের কথা ভেবেছিল ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। 

টি-২০ বিশ্বকাপের পর সরে যাবেন শাস্ত্রী 

রবি শাস্ত্রী ছাড়াও ভারতীয় কোচিং স্টাফের অন্য অনেক সদস্যও দায়িত্ব ছাড়বেন সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-২০ বিশ্বকাপের পর। বোলিং কোচ ভারত অরুণ এবং ফিল্ডিং কোচ রমাকৃষ্ণন শ্রীধরও বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন দায়িত্ব থেকে। এছাড়া এই বিশ্বকাপকেই ভারতের জাতীয় দলের সাথে জড়িত থাকার শেষ অভিযান হিসেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ নিক ওয়েব। 

বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) দায়িত্বে আছেন দ্রাবিড়। তাছাড়া ভারত অনুর্ধ্ব-১৯ দল এবং ‘এ’ দলের দায়িত্বও তাঁর ওপরই। কয়েকদিন আগে দ্বিতীয় সারির জাতীয় দলকে কোচিং করিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সফরে ভারত ওয়ানডে সিরিজ জেতে ২-১ এবং টি-২০ সিরিজ হারে ২-১। একই সময়ে ভারতের অন্য একটি দল ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলছিল ইংল্যান্ডের মাঠে।

তবে এবারই প্রথম তাঁর কাছে ভারতের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব আসল না। পূর্বে ২০১৬ এবং ২০১৭ সালে বিসিসিআইয়ের অনুরোধ ফিরিয়ে দেন দ্রাবিড়, জানিয়েছিলেন তরুণদেরকে গড়ে তোলা এবং তাদের গ্রুমিংয়েই বেশি নজর দিতে চান তিনি। এখনও একই লক্ষ্য তাঁর।

ভারতের ক্রিকেট মহলে দায়িত্বশীল হিসেবে যথেষ্ট সুনামের অধিকারী দ্রাবিড়। বেশ কয়েক বছর ধরে তরুণ ক্রিকেটারদের নিপুণতার সাথে দক্ষ হিসেবে গড়ে তোলা, দেখাশোনা করায় অনেক প্রশংসিত হয়েছেন তিনি। যার ফলে ভারতীয় ক্রিকেট পেয়েছে ভালো ক্রিকেটারের সম্পদের বিপুল ভাণ্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেই দাপট দেখাচ্ছেন ভারতীয় তরুণেরা। ২০১৮ সালে ভারতের ব্যাটিং পরামর্শদাতার দায়িত্বে ছিলেন দ্রাবিড়।

আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের ক্রিকেটার এবং কোচিং স্টাফসহ সবাই এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত আছেন চলমান আইপিএলে। ১৫ অক্টোবর পর্দা নামবে আইপিএলের, ২ দিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত।