ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দলকে সোনা জয়ের শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Droupadi Murmu
Droupadi Murmu. (Photo Source: PRAKASH SINGH/AFP via Getty Images)

আন্তর্জাতিক দৃষ্টিহীন ওয়ার্ল্ড গেমসে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ভারতীয় ক্রিকেট দল হিসাবে মাল্টি স্পোর্টস ইভেন্টে সোনার পদক জিতেছে ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল। আর তাতেই আপ্লুত গোটা দেশ। অস্ট্রেলিয়াকে কার্।ত হেলায় হারিয়ে চ্যাম্পিয়নের তকমার পাশাপাসি সোনার পদক গলায় তুলেছে তারা। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলেে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডাক ওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল।

ফাইনালের মঞ্চে ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দলের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। লড়াইটা যে প্রথম থেকেই হাড্ডহাড্ডি হবে তা বলার অপেক্ষা ছিল না। কিন্ত দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করেছে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। হাড্ডহাড্ডি লড়াই করার অস্ট্রেলিয়াকে কোনও সুযোগই দেয়নি তারা। প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত জয়ের হাসি ফোটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মুখে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতে ইতি্হাস তৈরি করেছে ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু ভারতের বিরুদ্ধে শুরুটা এওকেবারেই ভালভাবে করতে পারেননি তিনি।বরং শুরকু থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলাররা ছিলেন দুরন্ত ফর্মে। সেখানেই অ্স্ট্রেলিয়াকে ১১৪ রানে শেষ করে দিয়েছিলেন ভারতীয় মহিলা দলের বোলাররা। এরপরই এজবাস্টনে ছিল বৃষ্টির ভ্রুকুটি। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় মহি্লা দলের সামনে লক্ষ্য ছিল ৪২ রান। সেই রান করতে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের।

সেখানেই মাত্র ৩.৩ ওভারেই ৪২ রান করে ক্রিকেটের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল। এই প্রথম কোনও মাল্টি ইভেন্টে সোনার পদক জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপরই তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। সেখানেই তিনি জানিয়েছেন, দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনার পদক জয়ের জন্য হার্দিক শুভেচ্ছা। আইবিএসএ বিশ্ব গেমসের মঞ্চে ক্রিকেটের বিভাগে প্রথমবার সোন জিতে ইতিহাস গড়েছ তোমরা, সেইসঙ্গেই সকলকে উদ্বুদ্ধ করেছে তারা।

মহিলারা ইতিহাস গড়তে পারলেও পুরুষ ক্রিকেট দল সেই ইতিহাস গড়তে ব্যর্থই হয়েছে। সেখানেই পাকিস্তানের কাছে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছে ভারতীয় পুরুষদের দৃষ্টিহীন ক্রিকেট দল। বড় রান করেও ৮ উইকেটে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে তারা।