আইপিএলের পরবর্তী মরসুমে খেলতে পারেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির
আপডেট করা - Jul 4, 2023 9:27 pm
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী সংস্করণে খেলতে পারেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলের উদ্বোধনী মরসুমে খেলেছিলেন। তারপর আইপিএলে তাদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। তবে মহম্মদ আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ তিনি এখন আর পাকিস্তানে থাকেন না। এখন তার বাসস্থান হল ইংল্যান্ড।
তিনি আগামী বছরের মধ্যে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যাবেন। যদি সেটা হয় তাহলে তিনি চাইলে আইপিএলে অংশগ্রহণ করতে পারেন। মহম্মদ আমির বলেছিলেন যে পাকিস্তানের ম্যানেজমেন্ট তার উপর মানসিক অত্যাচার করেছিল এবং সেই কারণেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এই বাঁ-হাতি পেসার বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন।
সম্প্রতি, তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি শাহরুখ খানের সাথে দেখা করিনি। অনেক ভারতীয় ভক্ত আছেন যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি খেলোয়াড়দের দেখতে চান। কিছু ভারতীয় খেলোয়াড়ও এটি বলে তবে তারা এটি সম্পর্কে সবার সামনে মুখ খুলতে পারেন না।”
মহম্মদ আমির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব পেলেও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন না। কিন্তু ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি। সুতরাং, তার আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে।
২০০৮-এর পরে আইপিএল খেলেছিলেন পাকিস্তানের এই প্রাক্তন খেলোয়াড়
পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলার অধিকার হারানোর পরেও তাদের দেশের একজন প্রাক্তন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছিলেন। তিনি হলেন আজহার মাহমুদ। তবে তিনি পাকিস্তানের নাগরিক হিসেবে আইপিএলে খেলেননি। তিনি এই টুর্নামেন্টে ইংল্যান্ডের নাগরিক হিসেবে খেলেছিলেন। ২০১২ সালের মরসুমে কিংস XI পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) তাকে কিনেছিল।
তিনি সেই মরসুমে ১১টি ম্যাচ খেলেছিলেন। তিনি ১৮৬ রান করেছিলেন এবং ১৪টি উইকেট নিয়েছিলেন। তার সর্বোচ্চ রান এবং সেরা বোলিং পরিসংখ্যান ছিল যথাক্রমে ৩৬ এবং ৩/২০। ২০১৩ সালের মরসুমেও তিনি কিংস XI পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। সেই মরসুমেও তিনি ১১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি ১৯৬ রান করতে সক্ষম হয়েছিলেন এবং ১৫টি উইকেট শিকার করেছিলেন। তিনি ২০১৫-তে শেষবারের জন্য আইপিএল খেলেছিলেন। সেইবার তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাত্র ১টি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে তিনি ৬ রান করেছিলেন এবং কোনও উইকেট পাননি।