আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ভারতে আসার ছাড়পত্র পেল পাকিস্তান ক্রিকেট দল
আপডেট করা - Aug 6, 2023 9:57 pm

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক তাদের ক্রিকেট দলকে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতি টুইট করেছে। তাতে বলা হয়েছে যে তারা রাজনীতির সাথে খেলাধুলাকে মেশাতে চান না। এছাড়াও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও (আইসিসি) জানাবে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি ১৫ই অক্টোবরের বদলে ১৪ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিবৃতিটিতে বলা হয়েছে, “পাকিস্তান ধারাবাহিকভাবে বলে আসছে যে খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তাই পাকিস্তান আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য তার ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা এর আন্তর্জাতিক ক্রীড়া-সম্পর্কিত বাধ্যবাধকতা পূরণের পথে দাঁড়ানো উচিত নয়।”
এটিতে আরও বলা হয়েছে, “পাকিস্তানের সিদ্ধান্ত এর গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এবং ভারতের অসামাজিক মনোভাবের মুখোমুখি হয়, কারণ তারা এশিয়া কাপের জন্য তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল।”
এটিতে যোগ করা হয়েছে, “পাকিস্তান অবশ্য তার ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা এই উদ্বেগগুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমরা আশা করি যে ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এইবারের বিশ্বকাপটি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষ ১০ বছরে একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি তারা। বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে যে ম্যাচটির জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেটি হল ভারত-পাকিস্তান ম্যাচ।
ওডিআই বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত ৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। কিন্তু ভারতকে একবারও পরাজিত করতে পারেনি পাকিস্তান। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল তাদের এই জয়ের ধারা বজায় রাখতে চাইবে। অন্যদিকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে প্ৰথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শেষমেশ এই হাই ভোল্টেজ ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।