বিশ্বকাপ ২০২৩, সেমিফাইনাল ১ ভারত বনাম নিউ জিল্যান্ডঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ

India and New Zealand
India and New Zealand. (Photo Source: Twitter)

বুধবার চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ধারেভারে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামছে টিম ইন্ডিয়া। যদিও কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে অতিরিক্ত সাবধানী ভারতীয় শিবির। গতবারের বিশ্বকাপের স্মৃতি ভারতীয় দলের অন্দরে এখনও পর্যন্ত টাটকা রয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই যে এবার নিউ জিল্যান্ড বধের ছক সাজাচ্ছে ভারতী. টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে তা তো সময়ই বলবে।

এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেছে টিম ইন্ডিয়া। লিগ পর্বের ৯টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেখানে নিউ জিল্যান্ডকেও হারিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা রয়েছেন বিধ্বংসী ফর্মে। শেষ কয়েকটি ম্যাচে ভারতীয় দলের ব্যাটার ও বোলারদের সামনে কোনও ক্রিকেটার মাথা তুলে দাঁজড়াতেই পারেননি। বোলিং.য়ে যেমন মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজারা রয়েছেন বিধ্বংসী ফর্মে।

তেমনই ব্যাট হাতে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়াররা নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন।  শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে লোকেশ রাহুলের ব্যাটেও এবারের বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরী এসেছিল। বিরাট কোহলি, রোহিত র্মারাও ব্াটে রান পয়েছিলেন। সেইসঙ্গে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহরা রয়েছেন অসাধারণ ফর্মে।

ভারত বনাম নিউ জিল্যান্ড ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

বিরাট কোহলিঃ এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ৬০০ রান করার থেকে আর মত্র চার রান পিছনে রয়েছেন তিনি। একইসঙ্গে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিকও এই মুহূর্তে তিনি। ৫৯৪ রান করে ফেলেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে রয়েছে দুটো সেঞ্চুরী ইনিংস।

রোহিত শর্মাঃ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন অসাধারণ ফর্মে। শেষ ্ময়াচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মা।

অল রাউন্ডার

রাচিন রবীন্দ্রঃ নিউ জিল্যান্ডের হয়ে ওডিআই বিশ্বকাপের মঞ্চে এক মরসুমে সর্বোচ্চ রান করার থেকে মাত্র  ১৩ রান দূরে রয়েছেন এই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে তাঁর রান রয়েছে ৫৬৫। সেইসঙ্গে তিনটি সেঞ্চুরী রয়েছে তাঁর। উইকেটও রেয়েছেন রাচিন রবীন্দ্র।

বোলার

মহম্মদ সামিঃ বিশ্বকাপের মঞ্চে চার ম্যাচ খেলে ১৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর একবার পাঁচ উইকেট নিতে পারলেই জাহির খানের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মহম্মদ সামি।

জসপ্রীত বুমরাহঃ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে  আর মাত্র চারটি উইকেট তুলতে পারলেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন এই তারকা ক্রিকেটার। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে  ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি।

ভারত বনাম নিউ জিল্যান্ড ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেটকিপার – কেএল রাহুল

ব্যাটার – বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ড্যারিল মিচেল

অল রাউন্ডার – রবীন্দ্র জাদেজা, রাচিন রবীন্দ্র ( অধিনায়ক )

বোলার – মহম্মদ সামি ( সহ অধিনায়ক ), জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব