টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান, ফিরে এলেন শাহীন শাহ আফ্রিদি

প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন শান মাসুদ

Pakistan Team
Pakistan Team. (Photo Source: Twitter)

পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য তাদের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে জাতীয় দলে ফিরিয়ে এনেছে। ১৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চোটের কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে পারেননি তরুণ বাঁহাতি পেসার।

তবে, বাঁহাতি পেসার এখন ফিট এবং যত দ্রুত সম্ভব ফর্মে ফিরতে চাইবেন। শাহীন ছাড়াও চোটের কারণে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়া মহম্মদ ওয়াসিম ফিরে এসেছেন। এশিয়া কাপে মুগ্ধ করা নাসিম শাহ প্রত্যাশামতোই দলে আছেন।

অভিজ্ঞ শোয়েব মালিকের জায়গা হয়নি

পিসিবি অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিককে দলে রাখেনি। পাকিস্তানের অনভিজ্ঞ মিডল অর্ডার এশিয়া কাপ ফাইনালে ধ্বসে পড়ায় মালিকের ফিরে আসা নিয়ে জল্পনা তৈরী হয়েছিল। এদিকে এশিয়া কাপে ছন্দে না থাকা আর এক সিনিয়র ব্যাটার ফাখার জামান বাদ পড়েছেন। তা ছাড়া হাঁটুর চোট তাঁকে ভোগাচ্ছে।

২০২২ কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্টের সময় অনবদ্য ফর্মে থাকা শান মাসুদ পাকিস্তানের হয়ে কখনও টি-২০ না খেললেও অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন তিনি। সাম্প্রতিক ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব না করা ব্যাটার হায়দার আলিও দলে আছেন।

মিডল অর্ডারে ইফতিখার আহমেদ, খুশদিল শাহের থাকা নিয়ে প্রশ্ন উঠলেও দুজনেই স্কোয়াডে আছেন। ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেন ইন গ্রিন। সদ্য সমাপ্ত মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার কাছে কঠিন পরাজয়ের সম্মুখীন হয়েছিল পাকিস্তান। বাবর আজম ও তাঁর সতীর্থরা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। 

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির

রিজার্ভ খেলোয়াড়: ফাখার জামান, মহম্মদ হারিস, শাহনাওয়াজ দাহানি