ওডিআই বিশ্বকাপ ২০২৩: নিজের পছন্দের সেমিফাইনালিস্টদের বেছে নিলেন মাইকেল ভন

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। অনেকেই এই টুর্নামেন্টের জন্য নিজেদের পছন্দের সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্টদের বেছে নিয়েছেন। সম্প্রতি, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও এই দলে যোগ দিয়েছেন। তিনি তার পছন্দের চার সেমিফাইনালিস্টদের নাম প্রকাশ করেছেন।

মাইকেল ভন কয়েকদিন আগে জানিয়েছিলেন যে, “যে দল ভারতকে পরাজিত করবে তারাই বিশ্বকাপ জিতবে।”

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি ভারতকে একটি খুব শক্তিশালী দল হিসেবে দেখছেন। তিনি ভারতীয় দলের প্রশংসা করেছিলেন। জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার ফিরে আসায় ভারতীয় দলকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার অন্যতম দাবিদার সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই।

মাইকেল ভন টুইটারে জানিয়েছেন যে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান হল তার পছন্দের চার সেমিফাইনালিস্ট। এই চারটি দলই খুব শক্তিশালী। এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল খুব ভালো ফর্মে রয়েছে। এশিয়া কাপ ২০২৩-এ তারা ট্রফি জিততে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজেও তারা খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল এবং ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। ভন অস্ট্রেলিয়াকে বেছে না নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং বোলিং বিভাগ খুবই শক্তিশালী এবং তারা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

“ভারতের কন্ডিশন পাকিস্তানের মতোই এবং ইংল্যান্ড সেখানে খেলেছে” – মাইকেল ভন

২০২২ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ইংল্যান্ড এবং সেখানে তারা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। মাইকেল ভন বলেছেন যে ভারত এবং পাকিস্তানের কন্ডিশনের মধ্যে তেমন ফারাক নেই, তাই এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হল পাকিস্তান। এছাড়াও তিনি বলেছেন যে ইংল্যান্ড গত বছর পাকিস্তানে গিয়ে খেলেছিল, তাই তাদের ভারতে খেলতে কোনও অসুবিধা হবে না।

মাইকেল ভন দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। প্রোটিয়ারা এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজে তারা ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটিতে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পরাজিত হয়েছিল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।