জাতীয় টি-২০ দলে সুযোগ না পেয়ে টুইটারে প্রতিক্রিয়া নীতীশ রানার

পরিস্থিতি বদলানোর ব্যাপারে প্রত্যয়ী কেকেআরের নীতীশ

Nitish Rana
Nitish Rana. (Photo Source: IPL/BCCI)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার জন্য টি-টোয়েন্টি দলে সুযোগ না পেয়ে পরোক্ষভাবে হতাশা প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ব্যাটার নীতীশ রানা। ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় রানা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন।

উল্লেখ্য, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২২শে মে (রবিবার) সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল, যেখানে নীতিশ রানার নাম তালিকায় ছিল না। বাম-হাতি ব্যাটার তাঁর মনের কথা প্রকাশ করে টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন। 

ভারতের হয়ে রানা তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে

উল্লেখ্য, রানা দুটি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কিন্তু বিশেষ পারফর্ম্যান্স করতে পারেননি। তিনি ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক করেছিলেন কিন্তু মেন ইন ব্লু-এর হয়ে বেশী সুযোগ পাননি। আইপিএলে রানার পরিসংখ্যান সম্পর্কে বলতে গেলে, বাঁ-হাতি ব্যাটার ৯১টি ম্যাচ খেলেছেন এবং প্রায় ২৮ গড়ে মোট ২১৮১ রান করেছেন।

এদিকে, টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কেএল রাহুলের নেতৃত্বে খেলবে। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, বিরাট কোহলিসহ বেশ কিছু বড় নাম দলে নেই। যদিও, আভেশ খান, উমরান মালিক, অর্শদীপ সিংয়ের মতো বেশ কিছু তরুণ প্রতিভা দলে আছেন। দীনেশ কার্তিক, এবং হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞরা  আইপিএল ২০২২-এ দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফিরে এসেছেন।

পাঁচ ম্যাচের সিরিজটি ৯ই জুন নয়াদিল্লিতে শুরু হবে। তারপরে বাকি ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে কটক (১২ই জুন), বিশাখাপত্তনম (১৪ই জুন), রাজকোট (১৭ই জুন) এবং বেঙ্গালুরুতে (১৭ই জুন)। উল্লেখ্য, ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সম্প্রতি তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং তাদের লাইন-আপে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁরা চলমান আইপিএলের অংশ।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।