৬৪ রানে ৮ উইকেট উইকেট নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন রেকর্ডের মালিক ন্যাথান লিয়ন

Nathan Lyon
Nathan Lyon. ( Image Source: twitter )

বিরাট কোনও চমক না ঘটলে তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয় পাওয়াটা এখন শুদুই সময়ের অপেক্ষা। আর সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়াকে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান কান্ডারী যে ন্যাথান লিয়ন তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে একতাই ৮ ুইকেট তুলে নিয়ে ইতিহাস তৈরি করলেন অস্ট্রেলিয়ার ৩৫ বর্ষীয় েই তারকা স্পিনার। ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন  ন্যাথান লিয়ন।  ৬৪ রান দিয়ে একাই তুলে নিলেন ৮টি উইকেট।

অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে প্রথম ইনিংসে থামাতে পেরেছিল ভারতীয় দল।  তাদের সামনে তখন লক্ষ্য চিল বড় রান করার। কিন্তু ন্যাথান লিয়নের সামনে সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে একাই শেষ করে দিয়েছিলেন  ন্যাথান লিয়ন। সেিসঙ্গেই মুথাইয়া মুরলীথরণের রেকর্ডএও ভেঙে দিলেন এই কারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ পাঁচ ুইকেট নেওয়ার রেকর্ড গড়েছে ন্যাথা্ন লিয়ন। ভারতের বিরুদ্ধে টেস্টের মঞ্চে ৯ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মুথাইয়া মুরলীথরণ।

ভারতের বিরুদ্ধে টেস্টে ৯বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ন্যাথান লিয়ন

দিল্লি টেস্টেই ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিজেরক ঝুলিতে নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে মুথাইয়া মুরলীথরণকে ছুঁয়েছিলেন ন্যাথান লিয়ন। তৃতীয় ম্যাচে যখন বারতের বিরুদ্ধে নেমেছিলেন সেই সময় মুরলীথরণকে টপকে যাওয়ার জন্য পাঁচ ুইকেটের অপেক্ষা ছিল তাঁর। যদিও প্রথম ইনিংসে তিনি পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করেননি ন্যাথান লিয়ন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি একাই তুলে নিয়েছিলেন ৮টি উইকেট। রান দিয়েছেন মাত্র ৬৪। আর ন্যাথান লিয়নের ধাক্কাতেই যে ভারতীয় ব্যাটাররা বিধ্বস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এদিন সুভমন গিলের উইকেট নিয়েযাত্রা শুরু করেছিলেন ন্যাথান লিয়ন। ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে কার্যত অস্ট্রেলিয়ার জয়টা কিনি একাই পাকা করে দিয়েছিলেন। এদিন শুভমন গিল সহ রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিনদের মতো ক্রিকেটারদের মাঠে দীর্ঘক্ষণ তাকতেই দেননি ন্যাথান লিয়ন। সেইসঙ্গেই ভারতের বিরুদ্ধে এই নয়া রেকর্ড গড়লেন তিনি।

ভারতকে ১৬৩ রানেই শেষ করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই সাফল্যের নায়ক য়ে এই স্পিনার তা বলাই বাহুল্য। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রোজন এখন মাত্র ৭৭ রান। শুক্রবারই অস্ট্রেলিয়ার জয়টা এখন শুধুই সময়ের অপেক্ষা।