অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপে হারের বদলা কমনওয়েলথে নিতে চান ব্রিটিশ তারকা ন্যাট স্কাইভার

nat-sciver
nat-sciver. ( Image source: twitter )

ফাইনালেও পৌঁছেও শেষরক্ষা হয়নি তাদের। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই আঘাতটা এখনও তাজা হয়েছে প্রতিটি ব্রিটিশ ক্রিকেটারদের মনে। বিশ্বকাপে তারা পারেননি ঠিকই, কিন্তু সামনেই রয়েছে কমনওয়েলথ গেমস। তাও আবার নিজেদের ঘরের মাঠে। বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ এবার কমনওয়েলথ গেমসের মঞ্চেই নিতে চান ব্রিটিশ তারকা ক্রিকেটার ন্যাট স্কাইভার। আগামী ২৯ জুলাই থেকে কমনওয়েলথ গেমসে শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট।

কমনওয়েলথ গেমস এতদিন টিভির পর্দার সামনে বসেই দেখেছেন তারা। এবার সুযোগটা এসেছে মাঠে নামার। প্রথমবার কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট হতে চলেছে। যা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।  সেই মঞ্চেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে রয়েছে ইংল্যান্ড মহিলা দল। সদ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। হিদার নাইটের তচোট হওয়ায় এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ন্যাট স্কাইভার।

ন্যাট স্কাইভারের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে পৌঁছেছে তা বলতে কোনও দ্বিধা নেই ন্যাট স্কাইভারের। দলের সেরা তারকা হিদার নাইটের কমনওয়েলথ গেমসে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কোমড়ের নীচের দিকে চোট রয়েছে তাঁর। কিন্তু ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল যে বেশ আত্মবিশ্বাসী তা বুঝতে কোনও দ্বিধা। সদ্য দক্ষিণ আফ্রি্কাকে ৩-০ হারিয়েছে তারা। বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল।

এই প্রসঙ্গেই ন্যাট স্কাইভার জানিয়েছেন, “আমি মনে করি যেভাবে আমরা খেলতে চাই সেই রাস্তাটা তৈরি করে ফেলেছি। পাওয়ার প্লে-তে আমাদের ব্যাটিং এবং বোলিংয়ে সেই আগ্রাসন রয়েছে। কমনওয়েলথ গেমসের মঞ্চে সেটাই যে আমাদের অনেকটা সাহায্য করবে সেই ব্যপারে আমি যথেষ্ট আশাবাদী। আমার মনে অস্ট্রেলিয়াকে হারানোর এটাই আমাদের কাছে সবচেয়ে ভাল একটা সুযোগ”।

দলের অধিনায়কের চোট নিয়ে খানিকটা চিন্তা রয়েছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অন্দরে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে তিন ম্যাচেই পারফরম্যান্স দেখিয়েছেন তা আবার আত্মবিশ্বাসও যোগাচ্ছে তাদের।  এবার ফাইনালে পৌঁছলেও বিশ্বকাপে শেষরক্ষা হয়নি ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে তাদের।

চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এই হারটা কিছুতেই মেনে নিতে পারছে না ইংল্যান্ড। যদিও গ্রু পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। নক আউটেই দেখা হতে পারে চির প্রতিদ্বন্দী অস্ট্রেলিয়ার সঙ্গে। সেখানেই বিশ্বকাপের বদলা তারা নিতে পারে কিনা সেটাই এখন দেখার।