ভারত জাসপ্রীত বুমরাহর উপর অতিনির্ভরশীল, মনে করেন মুত্তাইয়া মুরালিথারন

ভারসাম্য খুঁজে পেতে হার্দিককে দিয়ে বোলিং করাতে হবে, মত মুরালির

Jasprit Bumrah and Muttiah Muralitharan
Jasprit Bumrah and Muttiah Muralitharan. (Photo Source: Getty Images)

প্রাক্তন শ্রীলঙ্কার স্পিনার মুত্তাইয়া মুরালিথারন মনে করেন বোলিং বিভাগে ভালো করার ব্যাপারে ভারত জসপ্রীত বুমরাহের উপর অতিরিক্ত নির্ভরশীল। তাঁর মনে হয়েছে ভারতীয় একাদশে সঠিক ভারসাম্য নেই এবং তা পেতে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। ২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে পাকিস্তান দুরন্তভাবে শুরু করেছে, গ্রুপ টু থেকে তাদের সেমিফাইনালে যাওয়া প্রায় পাকা। ভারতকে সেমিফাইনালের পর্যায়ে যেতে হলে এখান থেকে প্রায় প্রতিটি ম্যাচ জেতার কথা মাথায় রেখেই চলতে হবে। 

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের খেলায় প্রথম ১২টি ম্যাচ অপরাজিত থাকার পর ভারত গত রবিবার তাদের প্রথম পরাজয়ের সম্মুখীন হয়। ওই ম্যাচের আগে ভারত কখনো ১০ উইকেটে আন্তর্জাতিক টি-২০তে হারেনি। পাকিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে ভারত একটিও উইকেট নিতে পারেনি, এবং ভারতের টপ অর্ডার কোন প্রতিরোধ ছাড়াই ভেঙ্গে পড়েছিল। বলা চলে সেদিনের হার ভারতের পক্ষে বেশ লজ্জাজনক। 

ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ বোলার নিয়ে নেমেছিল এবং শামি বা ভুবনেশ্বর ছন্দে না থাকা সত্ত্বেও অন্য কোন বোলারকে দিয়ে বোলিং করানোর কোন বিকল্প ছিল না। মুত্তাইয়া মুরালিথারন মনে করছেন ভারত বর্তমান টিম কম্বিনেশন বজায় রাখলে প্রায়শই এমনটা ঘটবে এবং ভারতের উচিত বুমরাহের উপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস করা। তিনি আরও একজন অতিরিক্ত স্পিনারকে লাইনআপে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। অশ্বিনকে একটি বিকল্প হিসেবে ভাবার কথাও বিবেচনা করে দেখার কথা বলেছেন তিনি। 

মূল বিষয় হল সঠিক ভারসাম্য খুঁজে বের করা

টেস্টে ৮০০ উইকেটের মালিক বলেন, “যে দলের বোলিং নিয়ে আমি চিন্তিত তা হল ভারত। জসপ্রীত বুমরাহ একজন ম্যাচ উইনার কিন্তু বোলিং বিভাগে এই মুহূর্তে তারা ওর উপর কিছুটা বেশি নির্ভরশীল বলে মনে হচ্ছে।”

“তারা দলে একজন লেগ স্পিনার বা রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দেখতে পারে। এটা হতে পারে তিনের জায়গায় দুই ফাস্ট বোলার নিয়ে নামল এবং  হার্দিক পান্ডিয়াকে দিয়ে বোলিং করালো। মূল বিষয় হল সঠিক ভারসাম্য খুঁজে বের করা এবং বুমরাহর উপর খুব বেশি নির্ভর না করা”, মুত্তাইয়া মুরালিথারন আইসিসির হয়ে কলামে লিখেছেন।

মুরালিথারন পাকিস্তানের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন এবং ভারত ও নিউজিল্যান্ডকে হারানোর পর তারা সেরা অবস্থানে আছে বলে মনে করেন। তিনি যোগ করেছেন পাকিস্তানকে সতর্ক থাকতে হবে খারাপ দিনগুলিতে, যেমন এখন ওয়েস্ট ইন্ডিজকে ভুগতে হচ্ছে।

“যদিও বলা হয় সেরা অবস্থানে থাকা দলের কথা তাহলে আমি মনে করি পাকিস্তানকে ভালো লাগছে কারণ তারা ইতিমধ্যেই তাদের গ্রুপের দুটি শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। তাদের অনেক প্রতিভা আছে,  কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো, তাদেরকেও খারাপ দিনগুলোয় সতর্ক থাকতে হবে,” তিনি যোগ করেছেন।