ধারাবাহিক সাফল্যর পুরস্কার, তিন ফর্ম্যাটের চুক্তির আওতায় এলেন মেহেদি হাসান মিরাজ
ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন মেহেদি
আপডেট করা - Jan 21, 2023 8:54 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩-এর জন্য ২১জন খেলোয়াড়কে চুক্তির আওতায় এনেছে। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পাশাপাশি বেশ কিছু নতুন খেলোয়াড়কে তাদের ভালো পারফর্ম্যান্সের জন্য বোর্ড দ্বারা পুরস্কৃত করা হয়েছে। এমনই একজন খেলোয়াড় হলেন মেহেদি হাসান যিনি ভারতের বিরুদ্ধে গত মাসে হওয়া সিরিজে চাঞ্চল্যকর প্রদর্শন দেখিয়েছেন।
তারকা অলরাউন্ডারকে সমস্ত ফর্ম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। এছাড়া জাতীয় চুক্তিতে নতুন চার খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে – খালেদ আহমেদ, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ। চুক্তিটি ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে।
গত কয়েক মাসে সমস্ত ফর্ম্যাটে মেহেদির বেশ কয়েকটি চিত্তাকর্ষক পারফর্ম্যান্সের কারণেই তিনি একটি সর্ব-ফর্ম্যাটের চুক্তি পেয়েছেন। তাঁর সঙ্গে শাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন দাসকেও একই ক্যাটেগোরিতে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
তবে শাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাইম শেখ এবং ইয়াসির আলির মতো খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে তাদের জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া মুশফিকুর রহিম সর্ব-ফর্ম্যাটের চুক্তি হারিয়েছেন এবং শুধুমাত্র টেস্ট ও ওয়ানডেতে চুক্তিবদ্ধ হয়েছেন।
25 বছর বয়সী অফ-স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি গত কয়েক মাস ধরেই অসাধারণ খেলছেন এবং বাংলাদেশের জন্য কিছু ম্যাচ-সংজ্ঞায়িত পারফর্ম্যান্স প্রদান করেছেন। ওডিআইতে ভারতের বিরুদ্ধে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিন ম্যাচে চার উইকেট নিয়ে ও ১৪১ রান করে, যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। প্রচণ্ড চাপের মুখে শতরানটি এসেছিল, কারণ বাংলাদেশ মাত্র ৬৯ রানে ছয় উইকেট হারানোর পরে তিনি ব্যাটিং করতে নামেন।
কোন ফর্ম্যাটে কোন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হল
ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি: শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান ও তাসকিন আহমেদ।
ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান।
টেস্ট: মোমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওডিআই: মাহমুদুল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান ও হাসান মাহমুদ।
বাদ পড়া খেলোয়াড়: ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম এবং মহম্মদ নাইম শেখ।