সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের কটুক্তির জবাবে টুইটারে জবাব দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

আক্রমণের মুখে ড্যান ক্রিশ্চ্যানও

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হারার পর অনলাইন ট্রলিংয়ের শিকার রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বেশ কিছু ক্রিকেটার। সেই ট্রলিংয়ের বিরুদ্ধে সোচ্চার হলেন গ্লেন ম্যাক্সওয়েল। কেকেআরের বিরুদ্ধে হেরে টূর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর আরসিবি সমর্থকরা সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন তাঁদের ক্ষোভ প্রকাশ করার জন্য। সেখানে অনেকেই অত্যন্ত কদর্য ভঙ্গিতে আরসিবির খেলোয়াড়দের আক্রমণ করেছেন। সতীর্থদের পাশে দাঁড়িয়ে ম্যাক্সওয়েলের এই জবাব তাই খুবই তাৎপর্যপূর্ণ।

ম্যাচের শেষ ওভারে হেরে ব্যাঙ্গালোরের ট্রফি জেতার প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হল। আরসিবি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষটাও বেদনাদায়ক হয়ে থেকে গেল। প্লে-অফে উঠেও বারবার ট্রফি অধরা থেকে যাচ্ছে বলে সমর্থকরা তাদের যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন দলের খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ম্যাক্সওয়েলও তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে নিস্তার পাননি। ব্যাটিংয়ের সময় যেমন কেকেআরের স্পিন আক্রমণকে ম্যাক্সওয়েল সামলাতে পারেননি, বোলিংয়ের সময়ও তাঁর অফ স্পিন খুব একটা কাজে আসেনি।

ম্যাচের পর নিজের টুইটার অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ার সমালোচনার জবাবে ম্যাক্সওয়েল বিবৃতি দেন, “সোশ্যাল মিডিয়ায় যেসব আবর্জনা চোখে পড়ছে সেগুলি অত্যন্ত ন্যক্কারজনক! আমরা মাঠে গিয়ে রোজ নিজেদের সেরাটা দিচ্ছি। কটুক্তি না করে একজন সম্মানীয় মানুষ হওয়ার চেষ্টা করুন।”

তিনি আরো যোগ করেন, “প্রকৃত সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ও আমাদের উপর ভালোবাসা বর্ষণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু মানুষ আছেন যাঁরা সোশ্যাল মিডিয়াকে অপ্রীতিকর জায়গা বানিয়ে ছেড়েছেন। এটা মেনে নেওয়া যায় না। দয়া করে বাকিরা ওঁদের মতো হবেন না।”

এই আইপিএলে ম্যাকওয়েল মোট ৫১৩ রান করেছেন। ৬টি হাফ সেঞ্চুরী করেছেন ১৪৪ স্ট্রাইক রেটসহ।

ম্যাক্স ওয়েলের সাথে সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন ড্যান ক্রিশ্চানও 

ড্যান ক্রিশ্চানের জন্য গতকালের এলিমিনেটর একেবারেই ভালো যায়নি। প্রথম ওভারে দিয়েছিলেন ২২ রান। সেই ওভারেই ম্যাচের রাশ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় নাইটরা। অস্ট্রেলীয় অলরাউন্ডার ম্যাচ শেষে ১.৪ ওভারে দেন ২৯ রান। অনলাইনে সমালোচনার শিকার হন ক্রিশ্চ্যানের সঙ্গিনী। সেই নিয়ে তিনি বলেন, “আজকের দিনটা আমার জন্য ভালো কাটেনি। কিন্তু এটাই খেলা। কিন্তু দয়া করে ওকে এসবের বাইরে রাখুন।”

আসন্ন টি-২০ বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল ও ড্যান ক্রিশ্চ্যান দুজনেই অস্ট্রেলিয়ার মূল স্কোয়াডে আছেন।