ফর্মহারা ওয়ার্নারকে নিয়ে আশার কথা শোনালেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell and David Warner
Glenn Maxwell and David Warner. (Photo by Mark Kerton/PA Images via Getty Images)

একেবারেই ফর্মে নেই অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল থেকে বাদ পড়েছেন। টি২০ বিশ্বকাপ খেলতে নামার আগে নিউ জিল্যান্ড ওয়ার্ম আপ ম্যাচে প্রথম বলেই আউট হয়েছেন। ডেভিড ওয়ার্নার একেবারে ফর্ম হারিয়েছেন। আইপিএলে সংযুক্ত আরবআমিরশাহি পর্বে ওয়ার্নার দুটি ম্যাচে খেলে করেছিলেন যথাক্রমে ০ ও ২ রান। ওয়ার্নারকে কেন টি-২০ বিশ্বকাপ দলে রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। যা নিয়ে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মুখ খুললেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে অবিশ্বাস্য ফর্মে থাকা ম্যাক্সওয়েল বলছেন, “ওয়ার্নার ফর্মে নেই ঠিকই, কিন্তু ও যে ধরনের ক্রিকেটার তাতে ওকে মুছে ফেলল ভুল হবে।”

পাশাপাশি ম্যাক্সওয়েল তাঁর সতীর্থ ক্রিকেটারকে নিয়ে বলছেন, ” আপনি যদি ডাভে (ডেভিড)-কে নিয়ে কোনওরকম দ্বিধায় ভোগেন তাহলে বলব, ভুল করছেন। ও ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটেই প্রচুর রান করেছে। অনেক খেলার মোড় ও একা ঘুরিয়ে দিয়েছেন। এটা ঠিক, কিউই ম্যাচে ও ০ রান করেছে। কিন্তু ভুলে যাবেন এমন পরিস্থিতি থেকে ও কিন্তু বেরিয়ে এসে দেশকে বহুবার জিতিয়েছে।”

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ শনিবার, ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রেকর্ড পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও অস্ট্রেলিয়া কিন্তু কখন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। এবার সেই কাজটাই করতে নামছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল যতই বলুন, ওয়ার্নারের মত তারকা ক্রিকেটারের ফর্ম অস্ট্রেলয়াকে চাপে রাখবে। সুপার১২-তে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ও গ্রুপ লিগ থেকে যোগ্যতাঅর্জনকারী দুটি দল।