রাহুল ত্রিপাঠীকে ভারতীয় দলে দেখতে চান ম্যাথিউ হেডেন

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৪ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ত্রিপাঠী

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ হেডেন রাহুল ত্রিপাঠীর প্রশংসায় পঞ্চমুখ কারণ ত্রিপাঠী চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ আরও একটি চাঞ্চল্যকর ইনিংস খেলেছেন। মঙ্গলবার (১৭ই মে), ডানহাতি ব্যাটার মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংকে ছিন্নভিন্ন করে দেন। ৩১ বছর বয়সী এই মরসুমে তাঁর তৃতীয় হাফ সেঞ্চুরি করেন এবং ৪৪ বলে ৭৬ রান করার পথে বেশ কয়েকবার অনায়াসে বাউন্ডারি পার করেন। 

তাঁর পারফর্ম্যান্সের প্রভাবে এসআরএইচ তাদের পাঁচ ম্যাচ পরাজয়ের ধারার অবসান ঘটায় এবং তিন রানে জয় অর্জন করে। হেডেন ত্রিপাঠীর ব্যাটিং দেখে প্রবলভাবে মুগ্ধ এবং তিনি তাঁর টিম ইন্ডিয়ায় অভিষেক হওয়ার ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য, ভারত দক্ষিণ আফ্রিকাকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়োজন করবে যা ৯ই জুন থেকে শুরু হবে।

আমি রাহুল ত্রিপাঠীর মারকাটারি ব্যাটিং ক্ষমতা পছন্দ করি: ম্যাথিউ হেডেন

যেহেতু বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে সিরিজে বিশ্রাম দেওয়া হবে বলে জানা গেছে, অনেক ভক্ত এবং বিশেষজ্ঞরা দলে জায়গা পেতে ত্রিপাঠীকে সমর্থন করছেন। হেডেনও একই মত পোষণ করেন। “আমি তার এই মারকাটারি ব্যাটিং ক্ষমতা পছন্দ করি। আমি মনে করি যে এসআরএইচ ব্যাটিং লাইন আপের মধ্যে এটির সত্যিই অভাব ছিল,” হেডেন স্টার স্পোর্টসকে বলেছেন।

“পাওয়ারপ্লে খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন উইকেট ধীরগতির হয়ে যাচ্ছে, তাই প্রথম ছয় ওভারে আপনাকে এটি ব্যবহার করতে হবে। দলের নেতৃত্ব বিভাগের সিদ্ধান্ত ভালো ছিল,” তিনি যোগ করেছেন। এদিকে, শর্ট-পিচ ডেলিভারি সামলাতে ত্রিপাঠীর দক্ষতায় হেডেন বিশেষভাবে মুগ্ধ। তিনি মনে করেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা এসআরএইচ তারকা টি-২০ বিশ্বকাপ ২০২২-এ একটি সম্পদ হতে পারে।

“ত্রিপাঠী যেভাবে দায়িত্ব নিয়েছেন তা দেখতে ভালো লেগেছে। আমি মনে করি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে তার কিছু বাস্তব সম্ভাবনা আছে। সে বলের একজন বিপজ্জনক স্ট্রাইকার, সে উইকেটের উভয় পাশে শট খেলতে পারে,” বলেছেন ৫০ বছর বয়সী প্রাক্তন অস্ট্রেলিয়ায় ওপেনার।

“বিশেষ করে, যেটা সবচেয়ে বেশী মুগ্ধ করে তা হল তার শর্ট-পিচ বোলিং খেলার ক্ষমতা। আমি বলতে চাইছি, অস্ট্রেলিয়ায় যেখানে বাউন্সি উইকেট রয়েছে, সেখানে খেলার মতো প্রতিভা তার মধ্যে রয়েছে,” তিনি যোগ করেছেন।