বহিস্কৃত হলেন লখনউয়ের পিচ কিউরেটর
আপডেট করা - Jan 31, 2023 2:23 pm

লখনউতে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল জয় পেলেও, সেই ম্যাচের পিচ নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। বিশেষ করে এমন টার্নিং পিচ দেখে দুই দলের ক্রিকেটাররাও তাদের হতভম্ববহওয়ার কথা জানাতে দ্বিধা করেনি। তার জেরেই একানা ক্রিকেট স্টেডিয়ামেক কিউরেচরককে বহিস্কার করার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। মঙ্গলবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষমা করে দিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচের পিচ নিয়ে চলা সমালোচনাক জেরেই যে এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।
লখনউয়ে লো স্কোরিং ম্যাচে দুই দলই রান করতে বেকায়দায় পড়েছিল। টস জিতে সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু শুরু থেকেই ভারতীয় স্পিনারদের সামনে চাপে পড়ে দিয়েছিলেন নিউ জি্যান্ডের ব্যাটাররা। ।য়ুজবে্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দরদের দাপটেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ডে। টার্নিং পিচে যেন ব্যাটরদের জন্য কোনওরকম সুবিধাই চিল না।
দ্বিতীয় ম্যাচে মাত্র ৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড
সেই একই ছবি দেখা গিয়েছিল ভারতীয় দলের ক্ষেত্রেও। ১০০ রানের লক্ষ্য নিয়ে নামলেও ম্যাচ গড়েয়েছিল শেষ ওবারের শেষ বল পর্যন্ত। সেখানেই ঈশান কিষাণ, সুভমন গিল থেকে ওয়াশিংটন সুন্দররা স্পিনের সামনেই ব্যর্থ হয়েছিলেন। নিউ জিল্যান্ডের স্পিনারদের সামনে ভারতীয় দলের ব্যাটারদেরও বারবার সমস্যায় পড়তে দেখা যাচ্ছিল। এমন টার্নিং পিচ প্রস্তুত নিয়ে ম্যাচ তচলাকালীনই কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকটার থেকে নিউ জিল্যান্ড ক্রিকেটাররা, সকলেই এই পিচ নিয়ে যে খুব একটা খুশি নন সেই কথা জানাতে খুব একটা দ্বিধা করেননি। এবার লখনউয়ের পিচ কিউরেটরকেই অব্যহতি দিল উইপিসিএ।
এই প্রসঙ্গে তাদের তরপে জানানো হয়েছে, “লখনউয়ের পিচ কিউরেটরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় এসেছেন সঞ্জীব কুমার আগরওয়াল। তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ একজন পিচ কিউরেটর। খুব দ্রুতই পরিস্থিতি বদল হেয়ে যাবে বলে আমরা সকলে আশাবাদী”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লখনউের পিচ স্পোর্টিং না হলেও, শেষপরক্যন্ত সেখানে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। সেইসঙ্গেই সিরিজের ফলাফল এখন ১-১। সিরিজে সমতায় ফিরেছেিম ইন্ডিয়া। এখন তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই জিতে সিরিজ ভারত নিজেদের দখলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।