“এমএস ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমার অধিনায়কত্ব করার নিজস্ব শৈলী আছে” – রুতুরাজ গায়কওয়াড়
আপডেট করা - Oct 2, 2023 2:12 pm
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রতিভাবান ব্যাটার রুতুরাজ গায়কওয়াড়। সম্প্রতি তিনি স্বীকার করেছেন যে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এমএস ধোনির কাছ থেকে অনেককিছু শিখেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ধোনি এবং গায়কওয়াড় উভয়কেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলতে দেখা গেছে।
রুতুরাজ গায়কওয়াড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার নেতৃত্ব দেওয়ার শৈলীর সাথে এমএস ধোনির নেতৃত্ব দেওয়ার শৈলীর কোনও মিল নেই। তার এবং ধোনির মধ্যে কি পার্থক্য রয়েছে সেই ব্যাপারে মুখ খুলেছেন তিনি।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় দলের প্ৰথম ম্যাচের আগে মিডিয়াকে রুতুরাজ গায়কওয়াড় বলেন, “আমি তার (ধোনি) কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু প্রত্যেক ব্যক্তির একটি আলাদা শৈলী আছে। তার শৈলী আলাদা, তার ব্যক্তিত্ব আলাদা এবং আমার ব্যক্তিত্ব কিছুটা আলাদা।”
“আমি নিজের মতো করে সবকিছু করব এবং তিনি সাধারণত কি করেন সেদিকে তাকাব না” – রুতুরাজ গায়কওয়াড়
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়কদের মধ্যে একজন হলেন এমএস ধোনি। ভারতীয় দল তার নেতৃত্বে অনেক সফলতা পেয়েছে। তার নেতৃত্বে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এছাড়াও তার হাত ধরে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কওয়াড় বলেছেন যে তিনি মহেন্দ্র সিং ধোনির থেকে অনুপ্রেরণা নেবেন। তবে তিনি একথাও বলেছেন যে তিনি নিজের মতো করে দলকে নেতৃত্ব দেবেন।
রুতুরাজ গায়কওয়াড় বলেন, “আমি নিজের মতো করে সবকিছু করব এবং তিনি সাধারণত কি করেন সেদিকে তাকাব না। স্পষ্টতই, হ্যাঁ, আপনাকে কিছু জিনিস বেছে নিতে হবে যা তিনি সত্যিই ভালো করেন, তিনি কিভাবে পরিস্থিতি পরিচালনা করেন এবং ম্যাচের সময় নির্দিষ্ট খেলোয়াড়দের কিভাবে পরিচালনা করেন, স্পষ্টতই, এইগুলি আমি সত্যিই তার কাছ থেকে শিখেছি, কিন্তু আমি যেভাবে চাই সেভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। আমি শুধু চাই খেলোয়াড়রা নিজেদের মত প্রকাশ করুক এবং আমি তাদের যতটা পারি স্বাধীনতা দিতে চাই।”
৩রা অক্টোবর, মঙ্গলবার, এশিয়ান গেমস (ক্রিকেট) ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে নেপালের মুখোমুখি হবে রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।