লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩ প্রতিযোগিতার সূচী থেকে স্কোয়াড, সম্প্রচার বিবরণী
আপডেট করা - Jul 28, 2023 6:51 pm
লঙ্কা প্রিমিয়ার লি্গের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। এবার শুধুই বাইশ গজে বল গড়াোর অপেক্ষা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। আঈদামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। সেই প্রতিযোগকা ঘিরে এখন থেকেই উত্তেজনবার পারদ চড়তে শুরু করেছে। পাঁচ দল নিয়েই শুরু হবে লঙ্গা প্রিমিয়ার লিগ। এবারের প্রতিযোেগিতা ঘিরে যে নানান চমক রয়েছে তা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বেশ কয়েকদিন আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এই মরসুমেই প্রথমবার আইপিএলের মতো নিলামের অনুষ্ঠান য়োজিত হয়েছিল লঙ্গা প্রিমিয়ার লিগে। নিলাম থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চািজি তাদের দল গুছিয়ে নিযেছে। গতবার লহ্কা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবারও তরা সেই সিরোপা ঘধরে রাখতে পার কিনা তা তো সময়ই বলবে। আগামী ৩০ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস।
এলপিএল সম্প্রচার বিবরণী
শুধুমাত্র শ্রীলঙ্কাতেই নয়। এবার বএইঅ প্রতিযোগিতা ভারতেও দেখা যাবে। লঙ্কা প্রিমিয়ার লিগের টেনিভিশন সত্ত্ব নিয়েছে স্টার স্পোর্টস। শ্রীলঙ্কা ছাড়াও এই প্রতিযোগিতা দেখা যাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভূটান, নেপাল, মলদ্বীপ এবং সংযুক্ত আরব আমিরশাহীতেও।
লঙ্কা প্রিমিয়ার লিগের সূচী
৩০ জুলাই | জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
৩১ জুলাই | গল টাইটান্স বনাম ডাম্বুলা অওরা | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
৩১ জুলাই | বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১ অগস্ট | ডাম্বুলা অওরা বনাম জাফনা কিংস | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১ অগস্ট | গল টাইটান্স বনাম বি লাভ ক্যান্ডি | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
৪ অগস্ট | কলম্বা স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৪ অগস্ট | ডাম্বুলা এওরা বনাম জাফনা কিংস | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৫ অগস্ট | গল টইটান্স বনাম বি লাভ ক্যান্ডি | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৫ অগস্ট | জাফনা কিংলস বনাম কলম্বো স্ট্রাইকার্স | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৭ অগস্ট | বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অওরা | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৭ অগস্ট | গল টাইটান্স বনাম জাফনা কিংস | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৮ অগস্ট | ডাম্বুলা অওরা বনাম কলম্বো স্ট্রাইকার্স | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
৮ অগস্ট | বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস | পাল্লেকল আন্তর্জাতিক স্টেডিয়াম |
১১ অগস্ট | ডাম্বুলা অওরা বনাম গল টাইটান্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১২ অগস্ট | জাফনা কিংস বনাম বি লাভ ক্যান্ডি | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১২ অগস্ট | ডাম্বুলা অওরা বনাম কলম্বো স্ট্রাইকার্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১৩ অগস্ট | জাফনা কিংস বনাম গল টাইটান্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১৩ অগস্ট | কলম্বো স্ট্রাইকার্স বনাম বি লাভ ক্যান্ডি | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১৪অগস্ট | বি লাভ ক্যান্ডিবনাম ডাম্বুলা অওরা | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
১৫ অগস্ট | কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাউটান্স | প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো |
লঙ্কা প্রিমিয়ার লিগের স্কোয়াড
কলম্বো স্ট্রাইকার্স
বাবর আজম, নাসিম শাহ, চামিকা করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ওয়াহাব রিয়াজ, লক্ষ্মণ সান্দাকান, নিপুন ধনঞ্জয়, মোভিন সুভাসিং, লাহিরু উদারা, এশান মালিঙ্গা, সশিকা দুলশান, নুয়াইন্দু ফাপ্নান্দো, ইফতিকার আহমেদ, জেফরি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয় লক্ষ্ম, কবিস্কা অঞ্জুলা, রমেশ মেন্ডিস, মহম্মদ নওয়াজ, আহাল বিক্রমাসিঙ্ঘে, ইমাম উল হক, শরিপুল ইসলান
ডাম্বুলা অওরা
ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস,লুঙ্গি এনগিডি, আভিস্কা ফার্নান্ডো,ধনঞ্জয়ডিসিলবা, কুশল পেরেপা, হেডেন কার, সদিরা সমরবিক্রমা, বিনুরা ফার্নান্ডো, নুর আহমেদ, সচিথা জয়তিলকে, জনিথ লিয়ানাগে,দুশন হেমন্থ, প্রমোদ মধুসন, শাহানওয়াজ দহনি, লক্ষণ এদিরসিংঘে, জেহান ড্যানিয়েল, ওয়ানুজা জয়াবিক্রমা, বেন ম্যাকডেরমট, তাসকিন আহমেদ
গল টইটান্স
সাকিব আল হাসান, দাসুন শনাকা, তাবরেইজ শামসি, ভানুকা রাজাপক্ষে, সেকুজে প্রসন্ন, লাহিরু কুমারা, লসিত ক্রুসপুল্লে, সোহান ডে লিভেরা, আসান প্রিয়ঞ্জন, বেন কাটিং, মহম্মদ মিঠুম, মিনোদ ভানুকা, পসিন্দু সূর্যবন্দরা, সেভন ড্য়ানিয়েল, মহম্মদ শিরাজ, লাহিরু সামারাকুন, সালুন রজডিথা, অকিলা দনন্জয়, চ্যাড বাউস, টিম শেরিফ্ট, সোনাল দিনুশা, আভিস্কা পেরেরা, আনুক ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, মার্টিন গাপটিল
জাফনা কিংস
ডেভিস মিলার. মহিস থিকসানা, রহমনুল্লাহ গুরবাজ, তিসারা পেরেরা, চরিথ আসালঙ্কা, দুনিথ ওয়েলাগলে, শোয়েব মাালিক, পাথুম কুমারা, বিদজয়কান্থ বিয়াসকান্খ, থিসান ভিথুসান, অসঙ্কা মনোজ, নিশান মদু্স্কা, অসিথা ফার্নান্ডো, হার্ডুস ভিলিজোয়েন., দিলশান মদুশঙ্ক, নুয়ন থুসারা, জামন খান, আসান রনদিকা, ক্রিস লিন, অসিনা গুরারত্নে. তওহিদ হৃদয়
বি লাভ ক্যান্ডি
মুজিহ উর রহমান, ওলানিন্দু হসারঙ্গা, ফাখর জামন, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ইসুরু উদানা, দীনেশ চন্ডীমল, মহম্মদ হানসেন, দুশমন্থ চামিরা, শাহান আরাচিগে, আসেন বান্দাারা,মহম্মদ হারিস, নভোদ প্রাণাভিথানা, আসিফ আলি, কমিন্ডু মেন্ডিস, নুয়ান প্রদীপ, লাহারু মদুশঙ্কা, ামের জামাল, মালতা থারুপতি, লসিথ আবেরত্নে, থানুকা দেবারে. আভিস্কা থারিন্ডু