লঙ্গা প্রিমিয়ার লিগ ২০২৩, বিএলকে বনাম ডিএঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, সম্প্রচার বিবরণী ও পিচ কন্ডিশন

BLK VS DA
BLK VS DA. ( Image Source: Twitter )

এই মুহূর্তে জমজমাট লঙ্কা প্রিমিয়ার লিগ প্রতিযোগিতা।  সেখানেই সোমবার মুখোমুখি হচ্ছে বি লাভ ক্যান্ডি ও  ডাম্বুলা অওরা। ইতিমধ্যেই অবশ্য দুই দলই লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। সোমবারের লড়াইয়ের গুরুত্বলদুই দলের কাছে তানিকটা অন্যরকম। এই ম্যাচে যে দল জিততে পাকবে তারাই লিগ পর্বের শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারবে। আর সেই লক্ষ্যেই এখন মরিয়াহয়ে রয়েছে ডাম্বুলা অওরা এবং বি লাভ ক্যান্ডি। শেষপর্যন্ত কোন দল শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকাকরে সেটা তো সময়ই বলবে।

অন্যদিকে ৪ অগস্ট শেষবার এই প্রতিযোগিতায়হেরেছে ডাম্বুলা অওরা। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল বি লাভ ক্যান্ডি। এরপর থেকে  টানা চার ্মযাচেই ডাম্বুলা অওরা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। এই মুহূর্তে কার্যত লিগ টেবিলের শীর্ষস্থানও তাদের দখলেই রয়েছে।কিন্তু পাকাপাকি করতে এই ম্যাচ জিততেই হবে ডাম্বুলা অওরাকে। ব্যাট এবং বল হাতে দুই জায়গাতেই ডাম্বিুলা অওরা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল।

ব্যাট হাতে সেই সময়.যেমন বেন ম্যাকডারমট চিসেন দুরন্ত ফর্মে তেমনই অ্যালেক্স রোসও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তাদের। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অবশ্য ভাল ফর্মেই রয়েছেন ডাম্বুলা অওরার। সেখানেই রয়েছেন হাসান আলি। যিনি মিডল ওভারে এই মপহূর্তে তিনটি উইকেট তুলে নিয়েছেন।  অন্যদিকে বি লাভ ক্যান্ডি এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রথম দুই ম্যাচ হারলেও, সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়িয়েছে তারা. এখনও পর্যন্ত একটিও ম্যাচে তারা হারেনি। সেইসঙ্গে শেষম্যাচে মহম্মদ হারিসের ৫১ বলে ৮১ রানের ইনিংস তাদের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

পিচ কন্ডিশন

এই ম্যাচ হতে চলেছে আর প্রেমদাসা স্টেডিয়ামে। সেখানে স্পিনাররাই এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে চলেছে বলেই মনে করছেন সকলে। ম্যাচ এগোনোর সঙ্গেসঙ্গে পিচও  খানিকটা ধীর গতির হয়ে পড়বে। এই পিচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দলই এগিয়ে থাকতে পারে। এই মাঠে ১৬০ রান লড়াই করার মতো রান হতে পারে।

সম্ভাব্য একাদশ

বি লাভ ক্যান্ডি ( বিএলকে) : ফাখর জামন, দীনেশ চন্ডিমল, মহম্মদ হারিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসিফ আলি, শাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, মুজিব উর রহমন, নুয়ান প্রদীপ

ডাম্বুলা অওরা (ডিএ): আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস. সাদিরা সামারউইকরামা, বেন ম্যাকডারমট, অ্যালেক্স রস, ধনঞ্জয় ডিসিলভা, জনিথ লিয়াঙ্গে, গুশান হেমন্থ, হাসান আলি, নুর আহমেদ, বিনুরা ফার্নান্দো

হেড ডু হেড

ম্যাচ – ৭। বি লাভ ক্যান্ডি – ৪। ডাম্বুলা অওরা – ৩

সম্প্রচার বিবরণী

ম্যাচঃ বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অওরা

ম্যাচের দিন ও সময়ঃ ১৪ অগস্ট, সন্ধে ৭.৩০( ভারতীয় সময় অনুযায়ী )

সম্প্রচারঃ স্টার স্পোর্টস ও ফ্যানকোড