শার্দূল ঠাকুরের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ
আপডেট করা - Sep 6, 2023 6:38 pm
মঙ্গলবার ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। বিশেষ করে ভারতীয় দলে শার্দূল ঠাকুরের থাকা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। বিশ্বকাপের মঞ্চে শার্দূল ঠাকুরকে ভারতীয় গদলে রাখার সিদ্ধানব্ত নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন বারতীয় তারকা ক্রিকেটার কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ। তাঁর মতে পারফরম্যান্সের বিচার করেই গলে সুযোগদজেওয়া উচিত্। সম্প্রতি ভারতীয়দলের হয়ে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেননি শার্দূল ঠাকুর। সেখানেই কেন তাঁকে নেওয়াহল তা নিয়েই প্রশ্ন তুলেছেন এই তারকা ক্রিকেটার।
ভারতীয় দলের হয়ে সম্প্রতি এশিয়া কাপের মঞ্চেও সুযোগ পেয়েছেন শার্দূল ঠাকুর। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। কঠিন পরিস্থিতিতে ব্যর্থ হয়েই সাজঘরে পিরে যেতে হয়েছিল তাঁকে। সেইসঙ্গে এখনও পর্যন্ত এবারের এসিয়া কাপে মাত্র চার ওভারই বোলিং করতে পেরেছিলেন শার্দুল ঠাকুর। তাঁঁকে আট নম্বর পজিনে ব্যাটারের অপশন হিসাবেই ভারতীয় দলে রাখা হচ্ছে। কিন্তু সেই যুক্তিটাই একেবারে মেনে নিতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার।
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও শার্দূল ঠাকুর ভাল পারফরম্যান্স করতে পারেননি। একইরকমভাবে এবারের এশিয়া কাপেও এখনও পরক্যন্ত সেভাবে নিজের পারফর্মযান্স দগেখাতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে নামার সুযোগ পাননি ভারতীয় দলের বোলাররা। কিন্তু ব্যাট হাতে সেখানে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন শার্দূর ঠাকুর। সম্প্রতি তাঁর বিভিন্ন ম্যাচে পারফরম্যান্স দেখেই ক্রিকেটারদের নেওয়া উচিত্ বলে মনে করছেন কৃষ্ণমাচারিয়া শ্রীকান্থ।
তিনি জানিয়েছেন, “সকলেই বলছেন যে আট নম্বর পজিশনে একজন ব্যাটারকে চাই। কে বলেছে যে আট নম্বর পজিশনে ব্যাটার চাই ? শার্দূল ঠাকুর সে্খানে মাত্র ১০ ওভার করতে পেরেছেন এবং ১০ ওভার সম্পূর্ণ বোলিংও করতে পারেননি। নেপালের বিরুদ্ধেই বা কত ওভার বোলিং করেছিলেন তিনি। মাত্র চার রান করতে পেরেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধেও পারফরম্যান্স দেখা যাচ্ছে না। যদি তিনি ভাল পারফরম্যান্স করেন তবে অবশ্যই তাঁরক কথা মাথায় রাখা উচিত্, কিন্তু কখনোই তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক নয়। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধেই পারফরম্যান্স দেখা উচিত্”।
এবারের বিশ্বকাপের মঞ্চে শার্দূল ঠাকুরকে রেখেই দল ঘোষণা করেছে ভারত। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই কীহয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।