শ্রেয়স আইয়ারের অপেক্ষা এখনও করে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: IPL/BCCI)

অসম্ভব হলেও কলকতা নাইট রাইডার্স কিন্তু এখনও শ্রেয়স আইয়ারকে নিয়ে আশাবাদী। অন্তত নাইট শিবিরে কান পাচলে তেমনটাই শোনাযাচ্ছে।  কোমড়ের চোটের জন্য এবারের আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। সেই জায়গায় নতুন অধিনায়কও খুঁজে নিয়েছে কলকাতার নাইট বাহিনী। তবুো শ্রেয়স আইয়ারকে নিয়ে পুরোপুরি আশা থাড়তে নারাজ কলকাতাি নাইট শিবির। তাদের মতে মরকসুমের যেকোনও সময়ই তাদের দলে নাকি ফি্রতে পরকেন শ্রেয়স আইয়ার। সেই আশা নিয়েই এগিয়ে চলছে এবার কলকাতা নাইট রাইডার্স.

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরকিজ চলাকালীনই কোমড়ে বড়সড় চোট পেয়েছিলেন ভারতীয় দেলর তারকা ক্রিকেটার শ্রেয়স আইযার। টেস্ট সিরিজে তাঁকে কেলানো হলেও, একদিনের সিরিজ শুরু হওযার আগেই কোমড়ের চোটের জন্য চিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর তাতেই সমস্যা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবিরের।  চোট সারিয়ে এখনই মাঠে ফেরার সম্ভাবনা নেই শ্রেয়স আইয়ারের।  আর এই খবর পাওয়ার পর থেকে নাইট রাইডার্স কর্তাদের কপালে ক্রমশ চিন্তার ভাঁজ বাড়তে শুরু করেছিল। এখনও পর্যন্ত অবশ্য শ্রেয়স আইয়ার নাইট শিবির থেকে যে পুরোপুরি ছিটকে গিয়েছেন তা ঘোষণা করা হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীনই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার

যদিও ,সোমবারই নাইট রাইডার্সের তরফে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। শ্রেয়স আইয়ারকেই এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছে। আগামী ১ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা সুরু করবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই তাদের প্রতি্পক্ষ পঞ্জাব কিংস। ঘরের মাঠে অবশ্য নয় প্রথম ম্যাচেই কলকাতা নাইট রািডার্স নামবে মোহালীতে। সেখানে নীতিশ ানার নেতৃত্বেই নামতে চলেছে এবার কলকাতা নাইট রাইডার্স।

যদিও শ্রেয়স আইয়ারকে নিয়ে এখনও পর্যন্ত হাল ছাড়তে একেবারেই নারাজ কলকাচা নাইউট রাইডার্স শিবির। শোনাযাচ্ছে  শ্রেয়স আইয়ার যদি মরসুমের মাঝপথেও সুস্থ হয়ে ওঠেন তাহলেও তাঁকে দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন। যদিও শ্রেয়স আইয়ারের দলে ফেরার সেই সম্ভাবনা এখনও পর্যন্ত অনেকটাই কম। তাঁকে সু্স্থ হওয়ার জন্য অবশ্য অস্ত্রোপচার করানোর পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। অস্ত্রোপচার করাতে  নারাজ ছিলেন শ্রেয়স আইয়ার। যদিও তিনি চোট সারিয়ে কতটা তাড়াতাড়ি ফিরতে পারবেন তা নিয়ে এখনই কোনওরকম ইঙ্গিত পাওয়া যায়নি।