অধিনায়কের দায়িত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source: Mumbai Indians)

মাঝে কয়েকদিনের বিচ্ছেদ। আবারও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাদের ড্রেসিংরুমে প্রত্যাবর্তন হার্দিক পান্ডিয়ার। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। বেশ কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়কের পদে বসিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তারই প্রস্তুতিতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সোমবারই মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে ফিরলেন তিনি।

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট টাকায় গুডরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স

মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। ৪টি অর্ধশতরান করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।  বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। সেই কারণে বিশ্বকাপের বাকি ম্যাচে দেখা যায়নি তাঁকে। শোনাযাচ্ছে নচুন বছরেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পরই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে য়াওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যিই হয়েছে। হার্দিক পান্ডিয়াকে বিরাট টাকার অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স থেকে।

হার্দিক পান্ডিয়ার হাত ধরে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। দ্বিতীয়বারও ফাইনালে পৌঁছেছিল গুজরাত টাইটান্স শিবির। তাঁর হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ভাগ্য ফেরে কিনা সেটা তো সময়ই বলবে।