পাকিস্তানের পেস আক্রমণকে সমীহ করছেন কেন উইলিয়ানসন
আপডেট করা - Nov 8, 2022 5:45 pm

গতবার ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার সঙ্গে পারেনি তারা। এবার ফের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর সুযোগ নিউ জিল্যান্ডের সামনে। সেমিফাইনালে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে কিউইরা। আর সেই ম্যাচে নামার আগে একটা জিনিস নিয়েই চিন্তায় কেন উইলিয়ামসন। পাকিস্তানের পেস আক্রমণ নিয়েই বেশ সাবধানী এবার নিউ জিল্যান্ডের অধিনায়ক। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছে পাকিস্তান। সেই দলেই রয়েছে সেরা পেসাররা। তা নিয়েই চিন্তায় রয়েছেন কেন উইিয়ামসন।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামবে নিউ জিল্যান্ড। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না থাকলেও শেষ মুহূর্তে সকলকে চমকে দিয়েটি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে সেভাবে ব্যাটিং পারফর্মযান্স প্রদর্শন করতে না পারলেও, বোলিংয়ে কিন্তু সকলকেই চমকে দিয়েছে তারা। বিশেষ করে শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম এবং লাসিম শাহের মতো পেসাররা রয়েছে তাদের েদলে। আরক সেই আক্রকমণ বিভাগটাকে নিয়েই চিন্তিত হেয়ে রয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
গত ম্যাচেই বিশ্বকাপে বড় রান পেয়েছেন কেন উইলিয়ামসন
টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে কোনওরকম প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ তিনি। তাঁর মতে পাকিস্তানের পেস আক্রমণই যেকোনও ম্যাচের মোপর ঘুরিয়ে দিতে পারে। শেষ দুটো ম্যাচে পাকিস্তানের তেমনই পারর্মযান্স দেখা গিয়েছে। তাদের বোলারদের দাপটেই দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে পাকিস্তান। এবার সেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে হবে নিউ জিল্যান্ডকে। যদিও কিউই শিবিরেও রয়েছেন সাউদি, বোল্টদের মতো তারকা বোলাররা।
এই প্রসঙ্গে কেন উইলিয়ামসন জানিয়েছেন, “তাদের শিবিরে রয়েছে এক অসাধারণ পেস আক্রমণ। এই কতা আগেই বলেছি বারবার। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তারা যথেষ্ট ভাল ক্রিকেট খেলছে। তাদের দলেই রয়েছে অভিজ্ঞ ক্রিকেটাররা। যারা সকলেই ম্যাচ উইনার। আর এটাই হল পাকিস্তানের অন্যতম শক্তিশালী জায়গা”।
শেষ ম্যাচেই শাহিন আফ্রিদি অসাধাপণ পারকফরম্যান্স দেখিয়েছেন। ইতিমধ্যেই ২ ম্যাচ খেলে ৭টি উইকেট তুলে নিয়েছেনতিনি। অন্যদিকে মহম্মগ ও.াসিমও রয়েছেন অস্ধারণ ফর্মে। এখনও পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই তিনি যথেষ্ট সফল হয়েছেন। এছাড়া ব্যাটিংয়েও অসাধারণ ফর্মে রয়েছেন ইফকতিকার, শাদাব খানদের মতো ক্রিকেটাররা। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই ম্যাচ ঘিরে যে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছে নিউ জিল্যান্ডও। এখনও পর্যন্ত গোটা বিশ্বকাপে মাত্র একটিই ম্যাচ হে্রেছে তারা। গ্লেন ফিলিপস ফর্মে রয়েছেন। সেইসঙ্গেই ছন্দে ফিরেছেন কেন উইলিয়ামসন। শেষপর্যন্ত পাকিস্তানকে হারিয়ে নিউ জিল্যান্ড সেমিফাইনালে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।