দিল্লির ক্যাপিটালসের বিরুদ্ধে নিজের পারফর্ম্যান্স নিয়ে খুশি জস বাটলার
আপডেট করা - Apr 8, 2023 8:40 pm

গতবারের আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় তুলেছিলেন জস বাটলার। নতুন মরসুমেও তার অন্যথা হচ্ছে না। ২০২৩ সালেও বিধ্বংসী পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন জস বাটলার। তিন ম্যাচ খেলার পরই এবারের প্রথম অরেঞ্জ ক্যাপটা মাথায় উঠেছিল তাঁর। যদিও ম্যাচ শেষে সেই চিত্র বদলে গিয়েছে। কিন্তু এই তকমা ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য জস বাটলারের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের অন্যতম কারিগড় যে এদিন জস বাটলার তা বলার অপেক্ষা রাখে না।। কিছুক্ষণের জন্য হলেও আইপিএলের অরেঞ্জ ক্যাপ মাথায় তুলে মুগ্ধ এই তারকা ব্রিটিশ ক্রিকেটার।
এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছিলেন জস বাটলার এহবং যসস্বী জয়সওয়াল। আর সেই বিধ্বংসী আক্রমণেই কার্যত বিধ্বস্ত হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ। যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের হাত ধরে এদিন প্রথম থেকেই বড় রানের লক্ষ্যে ছিল রাজস্থান রয়্যালস। যদিও যসশ্বী জয়সওয়াল থেমেছিলেন ৬ রানে। কিন্তু জস বাটলারকে থামানোর কোনও অস্ত্র এদিন ছিল না দিল্লি ক্যাপিটালসের বোলারদের কাছে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৯ রানের ইনিংস খেলেছেন জস বাটলার
এদিন ৫১ বলে ৭৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন জস বাটলার। আর তাতেই কার্যত রাজস্থান রয়্যালস পৌঁছে গিয়েছিল ১৯৯ রানের স্কোরে। সেখানেই জস বাটলারের ব্যাটে ছিল এদিন শুধুই বাউন্ডারির বন্যা। তাঁর ৭৯ রানের ইনিংস জুড়ে ছিল এদিন ১১ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। আর সেই স্কোরই জস বাটলারের মাথায় তুলে দিয়েছিল এবারের প্রথম অরেঞ্জ ক্যাপ। এবারের আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে অরেঞ্জ ক্যাপ মাথায় নিয়ে আপ্লুত জস বাটলার।
ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপ পেয়ে আপ্লুত জস বাটলার। তিনি জনিয়েছেন, আমার আঙুল আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরপর অবশ্য আমার আঙুলে কয়েকটা সেলাইও পড়েছিল। তবে এখন সবকিছু ঠিকঠাকই রয়েছে। অরেঞ্জ ক্যাপ পাওয়র অনুভূতিটা আমার কাছে সত্যিই অসাধারণ। আমরা এখানেও এগিয়ে যাওয়ার জন্যই নেমেছিলাম। এদিনের ম্যাচের উইকেটও অত্যন্ত ভাল ছিল।
প্রথম ম্যাচ থেকেই রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যানস দেখানো শুরু করেছিলেন জস বাটলার। প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন জস বাটলার। যদিও দ্বিতীয় ম্যাচে মাত্র ১৩ রানেই থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। চোটের জন্য সেই ম্যাচে তাঁর ব্যাটিং পজিশনও বদলানো হয়েছিল। কিন্তু চোট সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ জস বাটলার। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।