পাক-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বড় মন্তব্য জাদেজার

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

সেমিফাইনালে যাওয়ার আশা বলতে যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে তবেই সম্ভব। এই ঘটনায় ভারতীয় টিমকে নিয়ে নানান মিম, হাসি ঠাট্টা হচ্ছে। আর ঠিক এই সময়েই পাকিস্তান এবং নিউজল্যান্ড ম্যাচ নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

জাদেজার বক্তব্য, ‘অতীতে এই টিমটাই অত্যন্ত ভালো ফল করেছে। একটা বা দুটো ম্যাচে বাজে পারফরম্যান্সের পরে এইভাবে দলকে বিচার করাটা একেবারেই ঠিক কাজ নয়। আমরা বিশ্বকাপে আজ এই জায়গায় দাঁড়িয়ে কারণ প্রথম দুটো ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে শিশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিশিরের জন্য যেন মনে হচ্ছে প্রথম যে দল ব্যাট করছে সে অন্য কোন উইকেটে খেলছে আর রান তাড়া করছে যে দল তারা অন্য উইকেটে ব্যাট করছে।’

অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান – নিউজিল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৪ রান করেছে নবির দল। আর জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে ১ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। যদি আজকে আফাগানিস্তান ম্যাচ জিতে যায় তাহলে ভারতের সেমি ফাইনাল যাওয়া কার্যত নিশ্চিত। কারণ গ্রুপে সবচেয়ে বেশি রান রেট ভারতেরই আছে।

আগামিকাল অর্থাৎ সোমবার সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তবে আজকের ম্যাচে আফগানিস্তান জিতলে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো ক্রিকেটারকে। তবে আফগানিস্তান না জিতলে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম।

তাই কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ এক নজরে দেখে নেওয়া যাক – ওপেনিংয়ে রোহিত শর্মা এবং কেএল রাহুল থাকবে। তিনে নামবেন অধিনায়ক বিরাচ কোহলি। চার ও পাঁচে সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ। ছয় এবং সাতে হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। তারপর রবিচন্দন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং বরুন চক্রবর্তী।