কুঁচকির চোটে ভুগলেও অ্যাশেজে না খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন ৪০ বছর বয়সী অ্যান্ডারসন
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময়ে চোট পেয়েছিলেন অ্যান্ডারসন
আপডেট করা - May 25, 2023 3:01 pm

ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ঘোষণা করেছেন যে তিনি ২০২৩ অ্যাশেজ সিরিজের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার দিকে এগোচ্ছেন। তিনি প্রকাশ করেছেন যে কুঁচকির চোট থেকে সুস্থ হয়ে উঠছেন এবং ধীরে ধীরে প্র্যাক্টিসের তীব্রতা বাড়াচ্ছেন।
এই মাসের শুরুতে সমারসেটের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন ৪০ বছর বয়সী কুঁচকিতে চোট পেয়েছিলেন। এই মরসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের চারটি ম্যাচে অ্যান্ডারসন ২০.৩০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন।
দৌড়নো এবং বোলিং করতে আমার কোনো সমস্যা নেই: জেমস অ্যান্ডারসন
দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলার সময়ে ১৭৯ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার বলেছেন যে আগামী রবিবার জাতীয় স্কোয়াডে যোগ দেওয়ার আগে ল্যাঙ্কাশায়ারের হয়ে তাঁর অনুশীলনের তীব্রতা বাড়ানোর আশা করছেন। অ্যাশেজে না খেলার সব রকমের গুজবও উড়িয়ে দিয়েছেন তিনি।
“এটা [কুঁচকির চোট] ঠিক হয়ে গেছে। এটা খুব একটা গুরুতর নয়। আমি দৌড়চ্ছি এবং বোলিংয়েও ফিরে এসেছি। আত্মবিশ্বাসী আছি যে আমি শীঘ্রই ফিট হয়ে উঠব এবং খেলতে নামব। পরিকল্পনা হল আগামী কয়েকদিনের মধ্যে ল্যাঙ্কাশায়ারে আরও জোরাদার অনুশীলন করা। এবং তারপরে রবিবার ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিয়ে দেখা যে আমি কোন অবস্থায় আছি,” অ্যান্ডারসন বলেছেন।
“আমি আয়ারল্যান্ড টেস্টের জন্য স্কোয়াডে আছি কিন্তু ম্যাচের কাছাকাছি সময়ে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ অবশ্যই [এজব্যাস্টনে প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ফিট হবেন কিনা]। সত্যিই ভালো অনুভব করছি এবং চিকিৎসাতে সাড়াও দিচ্ছি। দৌড়নো এবং বোলিং করতে আমার কোনো সমস্যা নেই। অ্যাশেজের জন্য প্রস্তুত থাকব,” অ্যান্ডারসন যোগ করেছেন।
ল্যাঙ্কাশায়ারের বোলার ২০১৯-এর অ্যাশেজ সিরিজে মাত্র চার ওভার বোলিং করতে পেরেছিলেন। তবে এবার তেমন কিছুর আশঙ্কা করছেন না বর্ষীয়ান পেসার। ১৬ই জুন থেকে বার্মিংহ্যামের এজব্যাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। ২০১৫-র পর থেকে ইংল্যান্ড পরপর তিনটি অ্যাশেজ সিরিজ জিততে ব্যর্থ হয়েছে।
বেন স্টোকস এবং তাঁর সতীর্থরা লর্ড’সে ১লা জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে তাদের গ্রীষ্মকালীন মরসুম শুরু করবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।