শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ বার্তা গৌতম গম্ভীরের
আপডেট করা - Aug 22, 2023 7:44 pm
দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবারের এশিয়া কাপেই। চোট সারিয়ে এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরেছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। এই দুই ক্রিকেটারের ভারতীয় দলে ফেরাটা যে ভারতীয় শিবিরকে বেশ স্বস্তি দেবে তাও বলার অপেক্ষা রাখে না। তাদের প্রত্যাবর্তনে খুশি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও। কিন্তু সেইসঙ্গেই এশিয়া কাপ শুরু হওয়ার আগে এই দুই ক্রিকেটারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর চোট সারিয়ে ফেরার সঙ্গে পারফরম্যান্সটাও দেখাতে হবে এই দুই তারকা ক্রিকেটারকে।
এবারের আইপিএল চলার মাঝেই চোট পেয়ে ছিটকে দিয়েছিলেন গৌতম গম্ভীর। আর তাতেই চিন্তা বাড়তে শুরু করেছিল সকলে। কুঁচকিতে চোট পেয়েই মাঠের বাইরে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল। আর সেই চোটের জেরেই ভারতের হয়ে একের পর এক ম্যাচে নামতে পারেননি তিনি। লোকেশ রাহুলকে ছড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেইসসঙ্গে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলতে পারেননি লোকেশ রাহুল।
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল
একইরকমংভাবে চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিএল সহ ভারতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও নামতে পারেননি তিনি। আইপিএলের সময়ই অস্ত্রোপচার হয় শ্রেয়স আইয়ারের। অবশ্য রিহ্যাব শুরুর করার পর থেকেই তাঁকে নিয়েও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। শেষপর্যন্ত চোট সারিয়ে লোকেশ রাহুলের সঙ্গে শ্রেয়স আইয়ারও ফিরেছেন এশিয়া কাপের দলে। সেখানেই নামার আগে এই দুই ক্রিকেটারের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন গৌতম গম্ভীর।
তিনি জানিয়েছেন, “শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের চোট সারিয়ে ফিরে আসাটা সত্যিই একটা বড় পাওনা। কিন্তু তাদের যদি ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাকা করে ফেলতে হয়, সেক্ষেত্রের নিজেদের পারফরম্যান্স অবশ্যই প্রদর্শন করতে হবে”।
দুই ক্রিকেটার এশিয়া কাপের স্কোয়াডে ফিরলেও, লোকেশ রাহুলকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একেবারে নিশ্চিত এমনটা কিন্তু বলা যায় না। কারণ দল ঘোষণার দিনই তাঁর হাল্কা চোট থাকার কথা শোনা গিয়েছিল অজিত আগরকরের মুখে। তাঁর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামাটা নিয়েও সংশয় রয়েছে। যদিও অন্যদিকে শ্রেয়স আইয়ার অবশ্য একেবারেই ফিট রয়েছেন ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল।