এশিয়া কাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে এখনও পর্যন্ত সন্তুষ্ট নন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শেষ  ম্যাচে নেপালের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও শুভমন গিল। তাদের হাত ধরেই নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাৈচে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ম্যাচ জয়ের আনন্দ থাকলেও এশিয়া কাপে ভারতীয়গলের পারফর্য়ান্স ননিয়ে রোহিত শর্মা যে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন তা বলতে দ্বিধা করেননি ভারতীয় দলের অধিনায়ক। তাঁণরক মতে চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত নিজেদের সেরা পারফরম্যান্স তারা দেখাতে পারেননি।

পাকিস্তানেরর বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া।বিশষেষ করে টপ অর্ডারের পারফরম্যান্স সকলকেই হতাশ করেছিল। যদজিওসেই ম্যাচে ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ভারকতীয়দলকে সামাল দিতে পেরেছিলেন। নেপালের বিরুদ্ধে ব্যাটিম ও বোলিং পারফরম্যান্স ভাল দেখালেও ভারতীয় দলের ফিল্ডিং পাররফরম্যান্স নিয়ে চলছে নানান সমালোচনা। রোহিত শর্মা নিজেও যে ভারকের ফিল্ডিং নিয়ে বেশ হতাশ ম্যাচ শেষে তাঁর কথা থেকেই তা স্পষ্ট।

নেপালের বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা

নেপালের বিরুদ্ধে পাএওয়ার প্লের মধ্যেই তিনটি ক্যাচ মিল করেথছেন ভারতীয়দলের তারকা ক্রিকেটাররা।  বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণরা সহজ সুযোগ নষ্ট করেছি্লেন নেপালের বিরুদ্ধে।যদিও এই ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মা যে এখনও পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না তা ম্যাচ শেষে ভারত অধিনায়কের কথা থেকেই স্পষ্ট। এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত তাদের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন তারা। মনে করছেন রোহিত শর্মা।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, “এখনও পর্যন্ত এশিয়া কাপে নিজেদের সেরা পাররম্যা্ন্স দেখাতে পারিনি আমরা। বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকার পর বেশ কয়েকজন ক্রিকেটার দলে ফিরেছেন। একবার যখন আমরা সুপার ফোরের দিকে এগোচ্ছি, সেখানে আমাদের আর অভিযোগ করার মতো জায়গা নেই। প্রথম ম্যাচে চাপে পড়ে গিয়েছিলান, সেখান থেকেই ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এদিন আমাদের বোলিং ছিল ভাল কিন্তু ফিল্ডিং আশানারূপ হয়নি”।

নেপালকে ১০ উইকেটে হারানোর পরই সুপার ফোরের ছাড়পত্র যোগার করে ফেলেছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।