ঈশান-সূর্যকুমার ফর্মে ফেরায় স্বস্তি টিম ইন্ডিয়ায়

Suryakumar Yadav and Ishan Kishan
Suryakumar Yadav and Ishan Kishan. Photo Source: IPL/BCCI)

ঈশান কিষণ এবং সূর্যকুমার যাদব। দু জনেই আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন। কিন্তু এই দুই ক্রিকেটারেরই ফর্ম নিয়ে চিন্তায় ছিলো টিম ম্যানেজমেন্ট। অবশেষে স্বস্তি। দু জনেই ধুমাধার ব্যাটিং করে ফর্মে ফিরেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুক্রবার সানারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঈশানের ব্যাটিং মন ছুঁয়ে গেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। মাত্র ৩২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটার। ঈশানের ৮৪ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং ৪ টি ছয়ে সাজানো। এই অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন এই বাঁ হাতি ব্যাটার।

ম্যাচ শেষে ঈশান বলেন, ‘আমি ওপেন করতে চাই এবং বিরাট ভাই এটাই বলেছিলেন – আপনাকে একজন ওপেনার হিসাবে নির্বাচিত করা হয়েছে, আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি বড় পরিসরে, যে কোনও পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।’

ঈশানের আরও সংযোজন, ‘এই টুর্নামেন্টে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সঠিক মানসিকতায় থাকা গুরুত্বপূর্ণ এবং আপনাকে আপনার সেরা ফর্ম নিয়ে মাঠে নামতে হবে। বিরাট ভাইয়ের সঙ্গে আমার ভাল আলাপচারিতা হয়েছিল, জসপ্রিত ভাইও আমাকে সাহায্য করেছিলেন। সবাই আমাকে সমর্থন করেছিল এবং তারা বলেছিলেন এটি আপনার জন্য একটি শেখার পর্ব, নিশ্চিত করুন যে আপনি এখান থেকে শিখবেন এবং আসন্ন বিশ্বকাপের ম্যাচে এমন ভুল করবেন না। এটাই ছিল সেই সময় যেখানে আমি শিখেছি।’

একই সঙ্গে সূর্যকুমার যাদবও দারুন ব্যাটিং করেছেন। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ৪০ বলে ৮২ রানের ইনিংস। ২০৫ স্ট্রাইক রেটে সূর্যকুমারের ইনিংসে ছিল ১৩টি চার এবং ৩টি ছয়।