কেকেআর-এর চিন্তা বাড়িয়ে অনবদ্য জয় মুম্বইয়ের, ৭০ বল বাকি থাকতে জিতে রোহিতদের নেট রান রেট লাফিয়ে বাড়ল অনেকটা

Mumbai Indians
Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

একেই সঙ্গে জোড়া লাভ মুম্বই ইন্ডিয়ন্সের। শারজায় রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে ১২ পয়েন্টে চলে গেলেন রোহিত শর্মা-রা। পাশাপাশি ৭০ বল বাকি থাকা বিশাল জয়ে নেট রানরেট কলকাতা ১২ ম্যাচে ১২ পয়েন্ট, মুম্বইও সমসংখ্যাক ম্যাচে ১২ পয়েন্ট। তবে নেট রানরেটের ভিত্তিতে কলকাতা এখনও প্রথম চারেই থাকল। আজ মুম্বইয়ের জয়ের সঙ্গে টিক হয়ে গেল, সেই সঙ্গে এটাও ঠিক হয়ে গেল এবারের আইপিএলের প্লে অফের লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত গড়াবে। রাজস্থান রয়্যালসকে মাত্র ৯০ রানে বেঁধে রাখার পর ঝড়ে গতিতে খেলে মাত্র ৫০ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলে মুম্বই ইন্ডিয়ন্স। চার উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের জয়ের নায়ক নাথান কোর্টার নাইল। ২৫ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেললেন ইশান কিশান।

ফলে এতদিন নেট রানরেটে তলানিতে পড়ে থাকা মুম্বই নিজেদের পজিশন উন্নত করল। তবে মুম্বইয়ের নেট রানরেট এখনও(-০.০৪৮)। যেখানে কলকাতার নেট রান রেট (+০.২৯৪)। তবে শেষ ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সান রাইজার্স হায়দ্রাবাদ। সেখানে রোহিতদের কাছে নেট রানরেট আরও উন্নবত করার সুযোগ থাকছে।

ডু অর ডাই ম্যাচে আজ খেলতে নেমে রাজস্থানকে নিয়ে ছেলেখেলা করল মুম্বই। সঞ্জু স্যামসনদের বড় ম্যাচে এসে ভরাডুবি হল। পুরো ব্যাটিং ইউনিট ব্যর্থ হল। আজ হারলেও রাজস্থান রয়্যালস কিন্তু পুরোপুরি ছিটকে গেল না। বৃহস্পতিবার তাদের শেষ ম্যাচে যদি কলকাতাকে হারায় রাজস্থান, আর মুম্বই ইন্ডিয়ন্স শুক্রবার শেষ ম্যাচে হারে সান রাইজার্স হায়দ্রাবাদের কাছে, তাহলে কলকাতা, মুম্বইয়ের মত রাজস্থানও লিগ শেষ করবে ১২ পয়েন্ট। ও হ্যাঁ, মুম্বইয়ের জয়ে ক্ষীণ আশা জিইয়ে থাকল পঞ্জাবেরও। শুক্রবার তাদের শেষ ম্যাচে যদি পঞ্জাব হারায় ধোনিদের, কলকাতা হারে রাজস্থানের বিরুদ্ধে, আর মুম্বইও শেষ ম্যাচে, তাহলে প্রীতি জিন্টার দলও ১২তে শেষ করবে।

তবে এসব যদি-কিন্তুর কথা। মুম্বই ইন্ডিয়ন্স যেভাবে আজ জিতল তাতে শুক্রবার সান রাইজার্স হায়দ্রাবাদ তাদের হারিয়ে এমন আশা কেউ করবেন না। এখান থেকে সোজা হিসেব, কলকাতাকে হারাতেই হবে রাজস্থানকে। তারপর বাকিটা তোলা থাকবে শেষ দিনের জন্য।