প্রথমবার আইপিএলে খেলতে নামা এই ৫ ক্রিকেটারের দিকে নজর থাকবে

আইপিএল অভিষেকেই নজর কাড়তে পারেন এই পাঁচ ক্রিকেটার

Cameron Green. (Photo Source: Twitter)

বিশ্ব জুড়ে বেশ কিছু টি-টোয়েন্টি তারকা প্রথমবারের জন্য পরিচিতি পেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে। ২০০৮-এ লিগের উদ্বোধনী সংস্করণে একজন অখ্যাতনামা খেলোয়াড় হিসেবে শন মার্শ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। এমন অনেক খেলোয়াড় আছেন যাঁরা এই লিগে তাঁদের অভিষেক মরসুমেই নজর কেড়েছিলেন। উদাহরণস্বরূপ, বেন স্টোকস ২০১৭ সালে বিশের সবচেয়ে দামী টি-টোয়েন্টি লিগে প্রবেশ করেই তাক লাগিয়ে দিয়েছিলেন।

Advertisement
Advertisement

নগদ সমৃদ্ধ লিগের ১৬তম সংস্করণেও এমন অনেক খেলোয়াড়ের আইপিএল অভিষেক হতে চলেছে যাঁরা আসন্ন মরসুমে জ্বলে উঠতে পারেন। এই ক্রিকেটাররা অন্যান্য লিগে অথবা আন্তর্জাতিক ক্রিকেটে পূর্বে তাঁদের প্রতিভার ছাপ রাখলেও এই প্রথমবারের জন্য আইপিএলে নিজেদের পারফর্ম্যান্স তুলে ধরতে প্রস্তুত।

আইপিএল ২০২৩-এ নজর থাকবে এমন শীর্ষ পাঁচ অভিষেককারী ক্রিকেটার

৫. সমর্থ ব্যাস

Samarth Vyas. (Image Source: Twitter)

এখনও অবধি কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকলেও, ২৭ বছর বয়সী ব্যাটার সমর্থ ব্যাস সৌরাষ্ট্রর হয়ে ভারতের ঘরোয়া সার্কিটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফির বিগত সংস্করণে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক সমর্থ ১৭৭.৪০-র বিশাল স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছিলেন। সেই টুর্নামেন্টে ন্যূনতম ২০০ রান করা খেলোয়াড়দের মধ্যে সমর্থর স্ট্রাইক রেট তৃতীয় সর্বোচ্চ।

বিজয় হাজারে ট্রফিতেও তিনি ফর্ম অব্যাহত রেখেছিলেন এবং মণিপুরের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ডান-হাতি এই ব্যাটারের টি-টোয়েন্টি কেরিয়ারের  স্ট্রাইক রেট ১৫০-র বেশী। আইপিএল ২০২৩-এর নিলামে সমর্থকে দলে নেওয়ার জন্য বিশেষ টানাটানি হয়নি ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে বেস প্রাইস ২০ লাখ টাকাতেই কিনেছিল।

খুব কম ভারতীয় মিডল অর্ডার ব্যাটারই এতটা দ্রুত গতিতে রান করতে পারেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সমর্থকে টপ অর্ডারেও ব্যবহার করতে পারে। তবে ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে কেনায় মিডল অর্ডারেই সমর্থকে খেলানোর সম্ভাবনা বেশী।

Page 1 / 5
Next