প্রথমবার আইপিএলে খেলতে নামা এই ৫ ক্রিকেটারের দিকে নজর থাকবে

আইপিএল অভিষেকেই নজর কাড়তে পারেন এই পাঁচ ক্রিকেটার

৪) জোশুয়া লিটল

Josh Little. (Photo by BRENTON EDWARDS/AFP via Getty Images)

আন্তর্জাতিক অঙ্গনে লাইমলাইটে আসার বছর ছিল ২০২২। ইনিংসের শুরুতে তিনি স্বাছন্দ্যে বল সুইং করান এবং এই গুণের জন্য বেশ কিছু ক্ষেত্রে আয়ারল্যান্ড সাফল্য পেয়েছে। বাঁ-হাতি পেসার ডেথ ওভারে বৈচিত্র্যময় বোলিং করেন এবং তাঁর বিরুদ্ধে রান করা কঠিন হয়ে যায়।

Advertisement
Advertisement

গত বছর ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭.৫৮ ইকোনমি রেটে ৩৯ উইকেট তুলেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এও লিটল অসাধারণ ছিলেন। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক জয়ে তিনি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন। এ ছাড়াও নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন এই পেসার। সাত ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন লিটল।

আইপিএল ২০২৩ নিলামে লিটলকে দলে নিতে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয়েছিল। তবে শেষ পর্যন্ত গুজরাত টাইটান্স আইরিশ পেসারকে বেছে নিতে সক্ষম হয়েছিল। জিটি তাঁকে ৪.৪ কোটি টাকায় সই করেছে। নগদ সমৃদ্ধ লিগের আসন্ন মরসুমে ২৩ বছর বয়সী তাঁর দক্ষতা প্রমাণ করতে চাইবেন।

Previous
Page 2 / 5
Next