আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে

শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির ফলে ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে

৩) বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy
Varun Chakravarthy. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এর আগে কেকেআর যে দুই ভারতীয় খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী। তামিল নাড়ুর স্পিনার পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করলেও কেকেআরে এসে পরিচিত নাম হয়ে ওঠেন। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তাঁর দক্ষতার কারণে রহস্য স্পিনার হিসেবে কেকেআরের একাদশে পাকাপাকিভাবে জায়গা করে নেন বরুণ।

আইপিএলের ২০২০ ও ২০২১ মরসুমে তাঁর এমনই দাপট ছিল যে জাতীয় দলে খেলা স্পিনার কুলদীপ যাদবকে সরিয়ে কেকেআরের একাদশে নিয়মিত খেলানো হতে থাকে বরুণকে। ওই দুই মরসুমে বরুণ ৩০ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছিলেন এবং ইকোনমি রেট দুটি মরসুমেই ৭-এর নীচে ছিল।

যদিও আইপিএল ২০২২-এ তিনি প্রত্যাশিত পারফর্ম্যান্স দেখাতে পারেননি। ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন ৮.৫১ ইকোনমি রেট ও ৫৫.৩৩ গড়ে। আগামী মরসুমে তিনি ভুল শুধরে বলিষ্ঠ প্রত্যাবর্তন করতে চায়বেন। আইপিএল ২০২৩-এ যেহেতু ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এসেছে, তাই কেকেআরের বোলিংয়ের সময়ে বরুণকে একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বাছাই করতে পারে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল।

Previous
Page 3 / 5
Next